Manish Sisodia in CBI Custody: বড় ধাক্কা আপ-এর! মণীশ সিসোদিয়ার ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ কোর্টের

দিল্লির আবগারী নীতি মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এদিকে, আম আদমি পার্টির নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদে বিজেপির হেডকোয়ার্টারের সামনে প্রতিবাদে ফেটে পড়েন আম আদমি পার্টির সমর্থকরা। প্রসঙ্গত, দিল্লির আবগারী নীতি কেলেঙ্কারিকাণ্ডে রবিবার মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই।

মণীশের গ্রেফতারি কার্যত আম আদমি পার্টির কাছে একটি বড় ধাক্কা। অন্যদিকে, ৫ দিনের সিবিআই হেফাজতের ঘটনা এই মামলায় বেশ তাৎপর্যপূর্ণ দিক। এর আগে এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয় মণীশ সিসোদিয়াকে। এদিন কোর্টের জজ এমকে নাগপালের এজলাসে মণীশ সিসোদিয়ার মামলার শুনানি চলে। আর সেখানেই জানানো হয়, ৪ মার্চ পর্যন্ত মণীশ সিসোদিয়াকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ। এদিকে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে এবার মুখ খুলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দিল্লির মুখ্যমন্ত্রীর এই গ্রেফতারি ‘হতাশাজনক ও হৃদয়বিদারক’। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন ‘ বিজেপি ক্রমাগত সংবিধানের স্বায়াত্ত্বকে আক্রমণ করছে।’ (‘পদ্ম’ আকারের বিমানবন্দর পেল BJP শাসিত কর্ণাটকের শিবমোগ্গা! রইল নজরকাড়া ছবি)

উল্লেখ্য, মণীশ সিসোদিয়া সমেত ১৪ জন আপ নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দিল্লিতে আবগারী নীতি লাগু করে কিছু ব্যাবসায়ীকে সুবিধে পাইয়ে দিতে গিয়ে দুর্নীতি ঘাটাচ্ছিলেন। অভিযোগে উঠে আসে ঘুষ প্রসঙ্গও। সেই কারণে সিবিআইয়ের সঙ্গে ইডিও এই মামলায় সমান্তরাল তদন্ত চালায়। ওপর রবিবার ২৬ ফেব্রুয়ারি সিবিআই হেডকোয়ার্টারে ম্যারাথন জেরা চলে মণীশ সিসোদিয়ার। তারপরই রবিবার সন্ধ্যা গড়াতেই মণীশকে গ্রেফতার করা হয়। পরবরর্তীতে সোমবার মণীশকে কোর্টে পেশ করা হয়। সেখানেই তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।