Sports Highlights: পন্থকে নিয়ে বড় ঘোষণা সৌরভের, মহাকাল মন্দিরে রাহুল, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা:&nbsp;</strong>শহরে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরের ফাঁকেই ঋষভ পন্থের মাঠে ফেরার আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্র্যাক্টিসে মুখ ফাটল অভিষেক পোড়েলের। স্থানীয় ক্রিকেটে বিতর্ক। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>পন্থের আপডেট</strong></p>
<p>চলতি বছরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC ODI World Cup)। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর তার আগে দলের তারকা উইকেটকিপার মাঠের বাইরে। মুম্বইয়ে হাঁটুর অস্ত্রোপচারের পর সবে হাঁটতে শুরু করেছেন। ঋষভ পন্থ (Rishabh Pant) কবে মাঠে ফেরেন, তা দেখতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।</p>
<p>সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আগেই জানিয়েছেন যে, পন্থের পরিবর্তে ডেভিড ওয়ার্নার আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। আপাতত কলকাতার বুকে চলছে দিল্লির প্রস্তুতি শিবির। সেখানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট বলেছেন, ‘আমার সঙ্গে ঋষভের বার দুয়েক কথা হয়েছে। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ও। চোট, অস্ত্রোপচার। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করছি। দু-এক বছরের মধ্যে ও ভারতের হয়ে ফের খেলবে।'</p>
<p><strong>রাহুলকে নিয়ে প্রশ্ন</strong></p>
<p>তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে তাঁর বিয়ে সারা দেশের নজর কেড়ে নিয়েছিল। কিন্তু বাইশ গজে দুঃসময় কাটছে না কে এল রাহুলের (KL Rahul)। তাঁর ব্যাটে রানের খরা। অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে প্রথম দুই টেস্টে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team">ভারতীয় দল</a>ের সহ অধিনায়ক ছিলেন। কিন্তু শেষ দুই টেস্টের দলে তাঁকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে টেস্ট দলে রাহুলের জায়গা নিয়েও।</p>
<p>রাহুলের টেস্ট ভবিষ্যৎ কী? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনদওরে বুধবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। তার আগের দিন সাংবাদিক বৈঠকে সরাসরি এই প্রশ্নের মুখে পড়লেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত। কী বললেন ভরত? বললেন, ‘এটা আমার সিদ্ধান্ত নয়। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।’ ভরতের যে কথায় ধোঁয়াশা আরও বেড়ে গেল।</p>
<p><strong>প্র্যাক্টিসে চোট</strong></p>
<p>আইপিএলে (IPL) বাংলার ক্রিকেটারদের বঞ্চিত থাকার ছবিটা কিছুটা হলেও বদলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাঁকে ঘিরে। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলে তাঁকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। একইরকম উদ্যোগী দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সঞ্জয় দাসও।</p>
<p><strong>স্থানীয় ক্রিকেটে বিতর্ক</strong></p>
<p>বৃষ্টি হয়নি। কুয়াশার চাদরও আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছে না। সেভাবে শিশিরও পড়ছে না। তাহলে পিচ ভিজল কীভাবে? স্থানীয় ক্রিকেটে সোমবার সকাল থেকে এই রহস্য তাড়া করে বেড়াল। আর খোঁজখবর নিতেই শুরু হয়ে গেল একে অপরকে দোষারোপের পালা। যা নিয়ে ময়দান রীতিমতো সরগরম।</p>
<p>রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল মিটতেই শুরু হয়েছে সিএবি (CAB) ফার্স্ট ডিভিশন লিগে গ্রুপ এ-র ১১ দলের খেলা।&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ranji-trophy" data-type="interlinkingkeywords">রঞ্জি ট্রফি</a>, সি কে নাইডু ট্রফি (CK Naidu Trophy) চলছিল বলে ময়দানের প্রথম সারির ক্লাবের গুরুত্বপূর্ণ ক্রিকেটারেরা বাংলা শিবিরে ছিলেন। তাই ফার্স্ট ডিভিশন লিগও বন্ধ ছিল প্রায় ৭৮ দিন। যাতে সব ক্লাব তাদের প্রধান ক্রিকেটারদের পায় আর সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে পারে।</p>
<p>সোমবার থেকে ফার্স্ট ডিভিশন লিগে গ্রুপ এ-র পাঁচটি ম্যাচ শুরু হল। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ম্যাচগুলি চলবে ১ মার্চ পর্যন্ত। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে মুখোমুখি হয়েছে শ্যামবাজার ও <a title="মোহনবাগান" href="https://bengali.abplive.com/topic/atk-mohun-bagan" data-type="interlinkingkeywords">মোহনবাগান</a> (Shyambazar vs Mohun Bagan)। কিন্তু সেই ম্যাচ শুরু হয় দুপুর ১২.৪০-এ। লাঞ্চের পর। যেখানে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ন’টা। গয়েশপুর মাঠে ভবানীপুর ও কালীঘাট ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পরে। বেলা সাড়ে এগারোটা নাগাদ। এ গ্রুপের বাকি তিন ম্যাচ সময়ে শুরু হলেও কল্যাণী ও গয়েশপুরে একই সমস্যায় ম্যাচ শুরু করা যায়নি।</p>
<p>বিশ্বস্ত সূত্রের খবর, সিএবি-র গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষ খবর পেয়েই সংশ্লিষ্ট মাঠের কর্মীদের ফোন করে খোঁজ নেন। তাঁকে জানানো হয়, আগের দিন বিকেলে বেশি জল দেওয়া হয়ে গিয়েছে। তাই এই বিপত্তি। পরে এবিপি লাইভকে মদন বলছিলেন, ‘আসলে মালিরা ঝারি করে জল দেয়। হয়তো বুঝতে পারেনি। বেশি জল দিয়ে ফেলেছে।'</p>
<p>কল্যাণী ও গয়েশপুর, সিএবি-র তরফে দুই মাঠই দেখাশোনার দায়িত্বে রয়েছেন সুজিত সরকার। তিনি বলছেন, ‘মাঠের মালিরা কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কথা মতোই জল দিয়েছেন। পুরোটাই হয়েছে সিএবি-র চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের নির্দেশে।’ ঘটনা হচ্ছে, সুজন নিজে মাঠে হাজির ছিলেন না। জানা গেল, তিনি ফোনে কথা বলে নির্দেশ দিয়েছেন। যা নিয়ে পাল্টা প্রশ্নও উঠছে। বলা হচ্ছে, কিউরেটর সশরীরে হাজির না থেকে যাই বলুন না কেন, মাঠের দায়িত্বপ্রাপ্ত সিএবি-র প্রতিনিধি কেন নিজের বুদ্ধিবিবেচনা প্রয়োগ করলেন না। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে ২২-২৪ ফেব্রুয়ারি&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/east-bengal" data-type="interlinkingkeywords">ইস্টবেঙ্গল</a>&nbsp;বনাম পুলিশ এসি ম্যাচও দেরিতে শুরু হয়েছিল। এবং সেটাও ভেজা পিচের জন্য। প্রশ্ন উঠছে, কেনই বা বারবার একই মাঠে খেলা শুরু করা নিয়ে এই সমস্যা তৈরি হচ্ছে?</p>
<p>সিএবি-র চিফ কিউরেটর তথা বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রতিনিধি সুজন আবার বল ঠেলছেন আম্পায়ারদের কোর্টে। বলছেন, ‘পিচে বোলারদের ফুটমার্কের জায়গায় মেরামতির কাজ হয়েছিল। উইকেট এমন কিছু ভেজা ছিল না যে, ম্যাচ লাঞ্চের পর দুপুর ১২.৪০-এ শুরু করা হল। এটা আম্পায়ারদের সিদ্ধান্ত। আমার মনে হয় আম্পায়াররা চাইলে আরও আগে ম্যাচ শুরু করতে পারতেন।'</p>
<p><strong>বুমরাকে নিয়ে অনিশ্চয়তা</strong></p>
<p>২৫ সেপ্টেম্বর, ২০২২ সালে শেষবার ভারতের (Team India) হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে প্রত্যাবর্তন ঘটানোর কথা ছিল বুমরার। তাঁকে দলেও রাখা হয়েছিল। তবে চোট না সারায় তাঁকে সেই সিরিজ থেকেও সরে আসতে হয়। এবার সম্ভবত <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>েও (IPL 2023) তাঁর খেলা হবে না।</p>