‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডে কাকে ভোট দিলেন রোনাল্ডো? জানলে চোখ কপালে উঠবে!। Cristiano Ronaldo did not vote in FIFA awards, find out why

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) ফিফার দ্য বেস্ট (The Best) সম্মান পেয়েছেন। কিন্তু আর্জেন্টিনার (Argentina) মহাতারকাকে ভোট দেননি পর্তুগালের (Portugal) মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর জায়গায় পর্তুগাল দল থেকে ভোট দিয়েছেন পেপে (Pepe)। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 

জাতীয় দলের অধিনায়করা ফিফার বার্ষিক ইভেন্টে ভোট দিয়ে থাকেন। জাতীয় দলের কোচদেরও রয়েছে ভোট দেওয়ার অধিকার। সেই দিক থেকে বিচার করলে পর্তুগালের অধিনায়ক রোনাল্ডোরও ভোট দেওয়ার অধিকার ছিল। কিন্তু ফিফা জানিয়ে দেয়, রোনাল্ডো এবার ভোটই দেননি। তিনি তাঁর ভোটিং অধিকার প্রয়োগ করেননি। রোনাল্ডো ভোট না দেওয়ায় পর্তুগালের ফুটবলার পেপে ভোট দিয়েছেন। 

আরও পড়ুন- BGT 2023: কে এল রাহুলকে ছেঁটে কি শুভমন সুযোগ দেওয়া হবে? ছবিতে দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

আরও পড়ুন- BGT 2023: কে এল রাহুল না শুভমন, কে ওপেন করবেন? বড় আপডেট দিলেন রোহিত

পেপের ভোট পড়েছে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) বক্সেও। দ্বিতীয় ও তৃতীয় ভোট পেপে দিয়েছেন লুকা মডরিচ (Luka Modric) ও করিম বেঞ্জেমাকে (Karim Benzema)। মেসিকে তিনি ভোট দেননি।

ফিফার বর্ষসেরা পুরস্কারের জন্য জাতীয় দলের কোচরাও ভোট দিয়ে থাকেন। কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হারের পরে পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোসের চাকরি চলে যায়। তাঁর জায়গায় নতুন কোচ হয়ে আসেন রবের্তো মার্টিনেজ। চাকরি যাওয়ায় স্যান্টোসের পক্ষে আর ভোট দেওয়া সম্ভব হয়নি।

নতুন কোচ মার্টিনেজ অবশ্য প্রথম ভোটটি দেন মেসিকেই। পরের ভোটগুলো মার্টিনেজ দেন কেভিন ডি ব্রুইন ও এমবাপেকে। উল্লেখ্য, এবার বর্ষসেরা হওয়ার তালিকায় ছিল না রোনাল্ডোর নাম। তালিকায় তিনি না থাকায়, তাঁকে ভোট দেওয়ার কোনও প্রশ্নই নেই। আর তিনিও ভোটাধিকার প্রয়োগ করেননি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)