সমস্ত স্কুলে গুজরাটি ভাষা পড়াতেই হবে, না হলেই জরিমানা, ওই রাজ্যে পাস হল নয়া বিল

গুজরাটের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে এবার গুজরাটি পড়ানো বাধ্যতামূলক করা হচ্ছে। গুজরাট বিধানসভা মঙ্গলবার এনিয়ে বিল পাস করেছে। ওই রাজ্য়ের সমস্ত প্রাথমিক স্কুলে গুজরাটি ভাষায় পড়াতেই হবে।CBSE, ICSE, IB বোর্ডের স্কুলেও এই গুজরাটি ভাষায় পড়াতেই হবে। এর সঙ্গেই বলা হয়েছে, কোনও স্কুল যদি এই নিয়ম লঙ্ঘন করে তবে সরকারের তরফে ওই বোর্ড বা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হবে যাতে ওই স্কুলের অ্য়াফিলিয়েশন বাতিল করা হয়।এই নয়া বিলের নাম ‘Gujarat Compulsory Teaching and Learning of Gujarati Language Bill 2023’।

গুজরাটের শিক্ষামন্ত্রী কুবেরভাই দিন্দোর এই বিলটি বিধানসভায় এনেছিলেন। ১৮২জন সদস্য বিশিষ্ট বিধানসভায় বিনা বাধায় এই বিল পাশ হয়ে যায়। কংগ্রেস ও আম আদমি পার্টিও এই বিলে সায় দিয়েছেন।

এই বিলে উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষা বর্ষ থেকে এই বিলের নিয়ম মেনে কাজ করতে হবে। যে সমস্ত স্কুলে এখনও গুজরাটি পড়ানো হয় না সেখানে অতিরিক্ত ভাষা হিসাবে এবার গুজরাটি পড়াতে হবে। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গুজরাটি ভাষা পড়ানো বাধ্যতামূলক করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন,গুজরাটি শেখানোর জন্য গুজরাট সরকার যে বই দেবে সেটা পড়াতে হবে। এটিকে অতিরিক্ত ভাষা হিসাবে পড়াতে হবে। রাজ্য় সরকার শিক্ষা দফতরে ডেপুটি ডিরেক্টর স্তরের একজন আধাকারিককে নিয়োগ করা হবে। এই বিলটি প্রয়োগ করার জন্য় তিনি কার্যকরী ভূমিকা নেবেন। 

এদিকে এই বিলে নির্দিষ্ট করা নিয়ম লঙ্ঘন করা হলে প্রথমবার ৫০,০০০ টাকা জরিমানা করা হবে। এরপর ফের সেই নিয়ম লঙ্ঘন করা হলে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।এদিকে কোনও স্কুল যদি একবছর ধরে এই নিয়মকে না মানে তবে সেই স্কুলের অনুমোদন বাতিল করা হবে। তবে কেন সেই স্কুল গুজরাটি ভাষা পড়াচ্ছে না তা নিয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তারপরেই সেই স্কুলের জন্য জরিমানা করা হবে। 

কংগ্রেস এই বিলকে সমর্থন জানিয়েছে। তবে তাদের দাবি, এনিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। তারপরেই  ঘুম ভেঙেছে সরকারের। এদিকে এই বিল পাশ করার আগে সরকারের তরফে ২০১৮ সালে একটি একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। কিন্তু সেই নোটিফিকেশন ভালোভালে কার্যকরা করা হয়নি। এমনটাই অভিযোগ করেছিলেন কংগ্রেস বিধায়ক অমিক চাভদা।