৭০০ গোল! চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে ছাপিয়ে যাওয়ার মুখে মেসি। Lionel Messi scores 700th career club goal and join Cristiano Ronaldo in elite list with PSG 3-0 win over Marseille

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্লাব কেরিয়ারে ৭০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi)। রবিবার পিএসজি (Paris Saint-Germain) বনাম মার্সেই (Marseille) ম্যাচের রাতটা স্মরণীয় হয়ে থাকল মেসির কাছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠ অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। অন্য গোলটি এসেছে মেসির পা থেকে। সেই গোলের সৌজন্যে মেসি তাঁর ক্লাব কেরিয়ারে ৭০০ গোল করে বিশেষ নজির গড়লেন! এই নজির গড়ে একইসঙ্গে ধরে ফেললেন মেসি তাঁর প্রবল চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)।  মোট ৭০০টি গোলের মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল রয়েছে মেসির। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির জার্সি গায়ে চাপিয়ে। আর্জেন্টিনার (Argentina) হয়ে মেসির রয়েছে আরও ৯৮ গোল। সব মিলিয়ে ফিফা (FIFA) স্বীকৃত ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৯৮। 

রবিবার রাতের আগে পর্যন্ত ক্লাব কেরিয়ারে একমাত্র ৭০০ গোলের অধিকারী ছিলেন রোনাল্ডো। সংখ্যাটি ৭০৯। এবার তাঁর পাশেই নাম লেখালেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। এর আগে এই মাইলফলক ছুঁয়েছিলেন পর্তুগালের মহাতারকা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ৭০০ ক্লাব গোল পেতে রোনাল্ডোর লেগেছিল ৯৪৩ ম্যাচ। অন্যদিকে এই কীর্তি ছুঁয়ে ফেলতে মেসি ৮৪০টি ম্যাচ খেললেন। অর্থ্যাৎ ১০৩ ম্যাচ কম খেলেই রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসালেন এল এম টেন। 

আরও পড়ুন: Manchester United vs Newcastle: কাটল ট্রফির খরা! নিউ ক্যাসলকে হারিয়ে লিগ কাপ জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

আরও পড়ুন: FIFA The Best: মনোনীত মেসি-এমবাপে-বেঞ্জেমা, অনুষ্ঠানের আগের দিনই ফাঁস বিজয়ীর নাম!

রোনাল্ডোর পরে ৭০০ গোলের নজির ছুঁলেও রোনাল্ডোকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় পর্বে ৭০০তম গোল করেন রোনাল্ডো। তবে এরপরেই ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। ম্যাঞ্চেস্টার ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে চলে গিয়েছেন সি আর সেভেন। তিনি যখন ইউরোপীয় ফুটবল ছেড়েছেন তখন তাঁর গোলের সংখ্যা ৭০১। পিএসজি-র হয়ে আর ২টি গোল করতে পারলেই রোনাল্ডোকে ছাপিয়ে ইউরোপীয ক্লাব ফুটবলে সর্বাধিক গোলের মালিক হবেন মেসি। 

রবিবার রাতে মার্শেইয়ের বিরুদ্ধে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাস্টিস্টও করেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি। ২৫ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করেন এমবাপে। এরপর ২৯ মিনিটের মাথায় এমবাপের পাস থেকে বিপক্ষের জালে বল ঢুকিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। ফলে এমন সহজ জয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের। সম সংখ্যক ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে মার্শেই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)