Bagdogra–Bangalore flight cancel: আগাম না জানিয়ে বাতিল বিমান, বাগডোগরা বিমানবন্দরে বিক্ষোভ যাত্রীদের

বাগডোগরা বিমানবন্দর থেকে বেঙ্গালুরু বিমান আচমকা বাতিল করে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার বিমানবন্দরের যাত্রীরা বিক্ষোভ করেন। যাত্রীদের অভিযোগ, আজ বিকেল ৪ টে নাগাদ বাগডোগরা থেকে বেঙ্গালুরুগামী বিমান উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, আগাম সূচনা না দিয়েই বিমানটি বাতিল করে দেওয়া হয়। যার ফলে বিমানবন্দরে এসে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। তাদের বক্তব্য, এ বিষয়টি তাদের আগে থেকে জানিয়ে দেওয়া হলে তারা বিকল্প ব্যবস্থা করতে পারতেন। এই নিয়ে দিন বাগডোগরা বিমানবন্দরে বিক্ষোভ দেখান যাত্রীরা।

বাগডোগরা থেকে বেঙ্গালুরুগামী যে বিমানটি বাতিল করা হয়েছে সেটি স্পাইসজেট সংস্থার। যাত্রীদের অভিযোগ, শুধু আগাম সূচনা না জানিয়ে বিমান পরিষেবা বাতিল করা হয়েছে তাই নয়, বিমান বাতিল প্রসঙ্গে কোনও তথ্য দিচ্ছে না বিমান সংস্থা। এদিন বিমানে ৩৪ জন রেলকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও রোগীরা ছিলেন। তবে এবিষয়ে মুখ খোলেনি বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ। রেলকর্মী রাঘব ইন্দ্র কৌশিক জানান, ‘আমরা রেলকর্মী। বেঙ্গালুরু থেকে আসার পর আজ যাওয়ার টিকিট ছিল। কিন্তু, বিমানবন্দরে এসে দেখি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। কেন বিমান পরিষেবা বাতিল তা জানানো হয়নি। সরকারি কর্মী হিসেবে আগামীকাল কাজে যোগ দিতে হবে। বিমানবন্দর বলছে ২দিন পর টিকিট হবে।’ এক‌ইভাবে ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য যাত্রীরা। অন্য এক রেল কর্মী জানান, তিনি রেলের কাজের জন্য পশ্চিমবাংলায় এসেছেন গত জানুয়ারিতে। এখন সেই কাজ শেষ হয়ে যাওয়ার পর তাঁর বেঙ্গালুরুতে যাওয়ার কথা রয়েছে। হঠাৎ করে বিমানবন্দর এসে তিনি জানতে পারছেন যে স্পাইসজেট সংস্থার বেঙ্গালুরুগামী বিমানটি বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে আগে জানিয়ে দেওয়া হলে তিনি বিকল্প ব্যবস্থা করতে পারতেন। এর ফলে বিমানের সকল যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, নার্সিংয়ের এক পড়ুয়া জানান, আগামীকাল থেকে তার ক্লাস শুরু হচ্ছে সেজন্য তাঁকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। নির্দিষ্ট সময়ে ক্লাস না করলে জরিমানা দিতে হবে। তাছাড়া আগামী ১ মার্চ থেকে হাসপাতালে ইন্টার্নশিপ শুরু হবে। ইন্টার্নশিপে উপস্থিত না থাকলে একদিনের জন্য সাড়ে ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। তাই বেঙ্গালুরুগামী বিমানে টিকিট কেটেছিলেন তিনি। এখন বিমানবন্দরে এসে জানতে পারছেন ওই বিমান বাতিল রয়েছে। এরফলে তিনি সমস্যায় পড়েছেন বলে দাবি করেছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup