PM awas yojna: আবাস প্রকল্প খতিয়ে দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে আবাস যোজনায় দুর্নীতির খবর। তারপরেই তৎপর হয়েছে কেন্দ্র। আবাস যোজনায় দুর্নীতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পঞ্চায়েত এবং সরকারি আধিকারিকদের সঙ্গেও কথা বলছেন। তারইমধ্যে আবাস প্রকল্পের অবস্থা খতিয়ে দেখতে গিয়ে আবারও এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বাঁকুড়ার হিরবাঁধ ব্লকের মশিয়াড়া গ্রামে অভিযান চালায় কেন্দ্রীয় টিম। সেখানে আবাসে বেনিয়মের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।

বেশ কিছুদিন ধরেই ওই গ্রামের বাসিন্দাদের ক্ষোভের পারদ চড়ছিল। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সামনে দেখতে পেয়েই গ্রামবাসীরা আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তোলার পাশাপাশি প্রকল্পের বোর্ড দেওয়া নিয়েও বেনিয়মের অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, যাঁরা প্রকৃত গৃহহীন, তাঁদের অনেকেই বাড়ি পাননি, অথচ দলের অনেকেই একাধিক বাড়ি পেয়েছেন। এদিন দুই সদস্যের প্রতিনিধি দল গ্রামের বিভিন্ন নির্মীয়মান বাড়ি ঘুরে দেখেন। পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন।

স্থানীয়দের অভিযোগ, এতদিন আবাস যোজনার বাড়ি তৈরির কাজ চললেও সেই বাড়িগুলিতে প্রকল্প নির্দেশের কোনও বোর্ড টাঙানো হয়নি। এদিন কেন্দ্রীয় দল তদন্তে যাওয়ার কথা শুনতে পেয়ে তড়িঘড়ি নির্মীয়মান আবাসের বাড়িগুলিতে প্রকল্প নিদের্শকা বোর্ড টাঙিয়ে দেয় পঞ্চায়েত। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। তারা ক্ষোভের আঁচ পেয়ে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার চেষ্টা করে। কেন্দ্রীয় প্রতিনিধি দল জানিয়েছে, তারা সমস্ত কিছু খতিয়ে দেখবেন। 

প্রসঙ্গত, আবাস যোজনার আওতায় বাংলার ১১ লক্ষ ৩৬ পরিবারকে বাড়ি বানানোর খরচ হিসাবে নভেম্বর মাসে ৮২০০ কোটি টাকা অনুমোদন করে কেন্দ্র। রাজ্যের দেওয়ার কথা সাড়ে ৫ হাজার কোটি টাকা। দিল্লি বলে দিয়েছিল, ৩১ মার্চের মধ্যে ওই টাকা উপভোক্তাদের দিয়ে দিতে হবে। সেই মোতাবেক এগোয় রাজ্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup