Twitter employee news: অফিসের মেঝেয় বিছানা পেতে চুটিয়ে ঘুম! মাস্ক জানতেই টুইটার কর্মীর কঠিন শাস্তি

অফিসে সারা দিনে আট নয় ঘন্টার ডিউটি। তা বলে সবসময় কি কলের মতো‌ কাজ করা যায়? মাঝে‌ মাঝে তো একটু বিশ্রাম চাই নাকি! একটু হালকা চালে কাজ করতে করতে অনেকে সেই বিশ্রাম নেন। অনেকে‌ আবার বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে আসেন। চা সিগারেট খেয়ে আবার কাজে ফেরেন।

আরও পড়ুন: নিজের বেডরুমে কীভাবে সময় কাটান মেয়েরা? কোন কাজগুলি করেন? রইল হদিশ

তবে রাতের শিফটে যাঁরা কাজ করেন, তাদের ছুটির কায়দা একটু আলাদা। রাতের দিকে অনেক সময় দেখা যায়, কাজের চাপ কম। যেসব অফিসে ২৪ ঘন্টা কাজের চাপ সমান নয়, সেখানে অনায়াসে রাতে বিশ্রাম নেওয়া যায়। অনেকে তার জন্য রীতিমতো আয়োজনও করে ফেলেন। কেউ কেউ পারলে বিছানার চাদর ও বালিশও জোগাড় করে ফেলেন। এক দুই ঘন্টা আরামে ঘুমিয়ে নেওয়ার জন্যই এই বন্দোবস্ত করেন। কিছু জায়গায় যেটুকু কাজ আছে তা চটপট সেরে ফেলে বিছানা পেতে ঘুমিয়ে পড়ার নামই ‘রাতের শিফট’।

তবে আপনি কী ভাবছেন? প্রাইভেট সেক্টরে এসব হয় না? সেখানে দারুণ কাজের চাপ। সারাদিন কাজ করতে হয়? শোওয়ার কোনও সুযোগই নেই? আদতে কিন্তু সব জায়গায় তেমনটা নয়। খোদ টুইটারের অফিসেই কোনও কোনও কর্মী রাতে ঘুমোন!

আরও পড়ুন: ট্যাপকল থেকেই নাকি ‘ঘিলু খেকো’ অ্যামিবা শরীরে! তরতাজা যুবকের মৃত্যু নিয়ে উদ্বেগ

সম্প্রতি তেমনই এক মহিলা কর্মীর ঘুমের ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। দেখা যায়, অফিসের মেঝেতেই বিছানা পেতে দিব্ব্যি ঘুমোচ্ছেন সেই কর্মী। ছবিটিতে দেখা যায়, এস্থার ক্রফোর্ড নামের সেই কর্মী মাটিতে একটি বিছানা পেতে পাশ ফিরে শুয়ে রয়েছেন‌। চোখে যাতে আলো না পড়ে তারও ব্যবস্থা করেছেন। একটি কালো ব্যান্ড চোখে বেঁধে নিয়েছেন। তবে ঘটনা এটুকুতেই শেষ নয়! আসল দুঃসংবাদ তখনও অপেক্ষা করছিল এস্থারের জন্য। সম্প্রতি টুইটার তাদের ৫০জন কর্মীকে ছাঁটাই করেছে। তাতে এস্থারের নামও রয়েছে দেখা যায়। স্বাভাবিকভাবে নেট দুনিয়ায় তার অফিসে ঘুমোনোর ছবি আবার ভাইরাল হয়ে যায়। ‘অফিসে কাজের মাঝে ঘুমোনোর জন্য চাকরি গেল তাঁর।’ এমনটাই মনে করছেন অনেক নেটিজেন। আবার কারও কথায়,‘এলন মাস্ক নিজেই জানেন না কবে কাকে ছাঁটাই করবেন!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup