UGC NET: সিট পড়েছে নেট পরীক্ষার,জানেই না বজবজের কলেজ, ঘুম ভাঙালেন পরীক্ষার্থীরা

ইউজিসি পরীক্ষার সিট নিয়ে চরম বিভ্রান্তি। আর সেই বিভ্রান্তিকে কেন্দ্র করেই একেবারে ধুন্ধুমার কাণ্ড বজবজে। পরীক্ষা দেওয়ার জন্য কলেজের সামনে জমায়েত হয়েছিলেন পরীক্ষার্থীরা। এদিকে কলেজে গিয়ে তাদের বিভ্রান্তি আরও বেড়ে যায়। সূত্রের খবর, সেখানে পরীক্ষাকেন্দ্র করার ব্যাপারে কোনও কিছুই জানা ছিল না কলেজ কর্তৃপক্ষের কাছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল পরিস্থিতি তৈরি হয়। 

বজবজের বেসরকারি কলেজে ইউজিসি নেট পরীক্ষার সিট পড়েছিল।  কিন্তু কলেজই জানে না তাদের ওখানে সেন্টার পড়েছে। তাদের দাবি, পরীক্ষার সেন্টার পড়ার ব্যাপারে তাদের কাছে কোনও মেল আসেনি। ফলে যা হওয়ার সেটাই হয়েছিল এদিন। নেট পরীক্ষার্থীদের ক্ষোভ আছড়ে পড়ে।

এদিকে যথারীতি পরীক্ষা দেওয়ার জন্য়ই পরীক্ষার্থীরা এসেছিলেন। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু এসে তাঁরা জানতে পারেন সেখানে যে পরীক্ষা হবে তা নিয়ে কলেজের কাছে কোনও তথ্য নেই। তার জেরে সমস্য়ায় পড়ে যান তারা। এমনকী কলেজের কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বেঁধে যায়। তবে শেষ পর্যন্ত সকলের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এদিকে সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সময় বাড়তে থাকে ক্রমশ।কিন্তু তবুও পরীক্ষা শুরু হয়নি। 

এদিকে পরীক্ষার দাবিতে কলেজের গেটের সামনে অ্যাডমিট নিয়ে বসে পড়েন তারা। এরপর নতুন করে উত্তেজনা ছড়ায়। একজন গোটা ঘটনার ভিডিয়ো করছিলেন। তার মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। 

বজবজ থানার পুলিশ আসে ঘটনাস্থলে আসে। তারা সমস্যা মেটানোর চেষ্টা করেন। এরপর কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় ফোনাফুনি শুরু করেন। পরে জানা যায় ওই কলেজেই সিট পড়েছে। তারপর দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। মূলত পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কলেজের কাছে কোনও তথ্য় ছিল না। সেকারণেই বিভ্রান্তি। তবে শেষ পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষা শুরু হয়। তারপর নির্ধারিত সময় মেনে ৩ ঘণ্টা পরীক্ষা হয়। সামগ্রিক পরিস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করেন সাধারণ পরীক্ষার্থীরা।