Viral news Air India: সকাল সকাল এইসব! জলখাবারের নমুনা দেখেই উড়ান সংস্থাকে তুলোধোনা শেফ সঞ্জীবের

প্লেনের খাবার নিয়ে দফায় দফায় অসন্তোষ প্রকাশ করছেন নামী ব্যক্তিরা। কখনও খাবারে চুল তো কখনও খাবার পরিবেশনের সময় দুর্ব্যবহার, নানা সময় নানা বিষয় নিয়ে সমাজ মাধ‌্যমে অভিযোগ জানান নামী ব্যক্তিরা। রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। নেটজেনদের চরম গালাগালির মুখেও পড়তে হয় উড়ান সংস্থাদের। 

আরও পড়ুন: মিলনের পর এই কয়েকটি বিষয়ই কি সবচেয়ে বেশি পছন্দ মেয়েদের? রইল সিক্রেট টিপস

তবে এবারের ঘটনা একটু আলাদা। খাবারের মান নিয়ে নয়, স্বয়ং খাবার নিয়েই প্রশ্ন উঠল এবার। প্রশ্ন তুললেন বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর‌। নাগপুর থেকে মুম্বাই ফ্লাইটে খাবারের ছবি শেয়ার করে সোজা প্রশ্ন ছুঁড়ে দেন উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়াকে। এই খাবারগুলি কী ভারতীয়দের জলখাবারে খাওয়া উচিত? এমনটাই প্রশ্ন রাখলেন তিনি। খাবার সম্পর্কে উড়ান সংস্থার জ্ঞানগম্যি আছে কিনা তা নিয়ে বেশ সন্দিহান সঞ্জীব‌‌। সে কথাই এই দিনের প্রশ্নের মাধ্যমে ঠারে ঠারে বুঝিয়ে দিলেন।

আরও পড়ুন: সঙ্গমের পর অনেকে এই ভুলগুলি করে থাকেন, আপনিও কি সেই দলে? আজই বিপদ এড়ান

ঠিক কী খাবার দেওয়া হয়েছিল সঞ্জীব কাপুরকে?

নাগপু্র থেকে মুম্বাইগামী ফ্লাইট ধরেছিলেন সঞ্জীব কাপুর। সেখানেই সকালের জলখাবারে তাকে খেতে দেওয়া হয় ঠান্ডা হয়ে যাওয়া চিকেন টিক্কা, কোনও রকমে তৈরি একটা স্যান্ডউইচ আর চিনির সিরাপ! এমন খাবারের ছিরি দেখেই রেগে বোম হয়ে যান সঞ্জীব। ফ্লাইট মুম্বাইতে নামার পর টুইটারে একহাত নেন এয়ার ইন্ডিয়াকে।

উড়ান সংস্থাকে ট্যাগ করে খাবারের কয়েকটি ছবি পোস্ট করেন সঞ্জীব। তার সঙ্গে ক্যাপশনে লেখেন,‘জাগো এয়ার ইন্ডিয়া নাগপুর মুম্বাই ফ্লাইট ০৭৪০’‌ পরের লাইনে শুরু হয় খাবারের ফিরিস্তি দেওয়া। কী কী ছিল সেই তালিকায়? শেফ লেখেন,‘শশা, টম্যাটো, তরমুজের সঙ্গে ঠান্ডা চিকেন টিক্কা, নামমাত্র বাঁধাকপি কুচি করে মায়ো মিশিয়ে তৈরি স্যান্ডউইচ, এছাড়া ছিল সুগার সিরাপ পেইন্টেড সুইটেনড ক্রিম ও ইয়োলো গ্লেজ।’ এমন আজব সব খাবারে সাজানো প্লেট দেখেই বিরক্ত হন সঞ্জীব। অন্য এক পোস্টে টাটা গোষ্ঠীর উড়ান সংস্থাকে উদ্দেশ্য করে লেখেন, ‘সত্যি! এই সব খাবারই কি ভারতীয়রা সকালের জলখাবারে খাবে?’

প্রসঙ্গত গত সপ্তাহে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও খাবার নিয়ে একই সমস্যায় পড়তে হয়। তার খাবারে চুল থাকায় সেই নিয়ে পোস্ট করে অভিযোগও জানান মিমি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup