ঢামেকে এক কারাবন্দি কয়েদির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লা আল মামুন (৬৩) নামের এক অসুস্থ কয়েদির মৃত্যু হয়েছে। বন্দি কয়েদি নং ৩৬৬১/এ। তার বাবার নাম মৃত মোকছেদ আলী।

বুধবার (১ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল কলেজ মর্গে রাখা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন তা জানা যায়নি।