ED Calls Bibhas Adhikari: আবার বিভাস অধিকারীকে তলব করল ইডি, কেন ফের জরুরি ডাক পড়ল?‌

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবার তলব করা হল বিভাস অধিকারীকে। তাপস মণ্ডলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই তথ্য হাতে পেয়েই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভাস অধিকারীকে তলব করল। এর আগে মঙ্গলবার বিভাস অধিকারীকে তলব করা হলে তিনি হাজিরা এড়িয়ে যান। সেদিনই দুপুরে বিভাসের কলকাতার ফ্ল্যাটে হানা দেন ইডি অফিসাররা। বিভাসের দাবি, ইডিকে ফ্ল্যাটের সিল খুলে দেওয়ার আর্জি জানানোয় তাঁরা এসেছিলেন। যদিও তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় বলে খবর। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল বিভাস অধিকারীর।

এদিকে নলহাটির কৃষ্ণপুরে বিভাসের আশ্রমের উদ্বোধন করেন পার্থ চট্টোপাধ‌্যায়। তাই তাঁর সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠতা কতটা বেড়েছিল, সেটা জানতে চান ইডির অফিসাররা। সূত্রের খবর, চলতি সপ্তাহে আবার বিভাসকে তলব করেছে ইডি। নোটিশ পাঠাতে চলেছে তাঁরা। তাঁর বয়ান রেকর্ড করার জন্য তাঁকে তলব করা হয়েছে। এমনকী কিছু নথি পেয়েছেন তদন্তকারীরা। সেই নথি খতিয়ে দেখেই চলতি সপ্তাহেই ডেকে পাঠানো হচ্ছে নোটিশ দিয়ে।

অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কার্তিক বোস রোডের ফ্ল‌্যাটে তল্লাশি চালায় ইডি। চার মাস আগে এই ফ্ল‌্যাট সিল করা হয়। এই ফ্ল‌্যাটের সামনে ছিল ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ‌্যাসোসিয়েশন’–এর বোর্ড। ওই সংগঠনের আসল ঠিকানা এপিসি রোডের একটি বহুতলে। তবে এখানে শাখা সংগঠন ছিল বলে দাবি ইডির। ওই সংগঠনের কর্মকর্তা ছিলেন বিভাস অধিকারী। তবে সংগঠনের বহু বৈঠকও কার্তিক বোস রোডের ফ্ল‌্যাটে হয়েছে। তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের মুখে উঠে এসেছিল বিভাস অধিকারীর নাম। কুন্তল দাবি করেছিলেন, বিভাস অধিকারী একজন বড়মাপের এজেন্ট।

আর কী জানা যাচ্ছে?‌ বিভাস অবশ্য তাঁদের চেনেন না বলেই দাবি করেন। বিভাস দাবি করেন, তাঁর আশ্রম বদনাম করতেই এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। নলহাটিতে বাড়ি বিভাস অধিকারীর। সেখানে আশ্রম এবং বিএড কলেজ রয়েছে তাঁর। এছাড়াও আছে ওষুধ ফ্যাক্টরি। এক সময় তৃণমূল ব্লক সভাপতিও ছিলেন তিনি বলে স্থানীয়দের দাবি। যদিও বিভাসের দাবি, তিনি এই মুহূর্তে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। সংবাদমাধ‌্যমকে বিভাস অধিকারী জানান, তাঁর সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র খুবই সুসম্পর্ক ছিল। নলহাটির আশ্রমে কৈলাস বিজয়বর্গীয় বেশ কয়েকবার এসেছেন।