Fire in Nager Bazar: নাগেরবাজারে বহুতলে আগুন, উৎসস্থলে পৌঁছতে মই ব্যবহার দমকল

কর্মব্যস্ত দিনে ভয়াবহ আগুন লাগল নাগেরবাজারের একটি বহুতলের ১৬ তলায়। বুধবার বিকেলে ডায়মন্ড সিটি নামে ওই বহুতলে আগুন লাগে। শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ল্যাডারের সাহায্য নিয়ে বহুতলে উঠে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। বহুতলের ওই ফ্ল্যাটে কেউ আটকে রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে, যে বহুতলে আগুন লেগেছে সেটি একটি আবাসন। ওই অবসানের ১৬ তলার একটি ফ্ল্যাটের এসি মেশিন দিয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। আর সেই সঙ্গে ফ্ল্যাটের জানালা দিয়ে বের হতে থাকে কালো ধোঁয়া। এদিন আগুন লাগার পরে আবাসন থেকে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রাথমিক ৫টি ইঞ্জিন। আগুনের উৎসস্থলে পৌঁছনোর জন্য শেষমেষ দমকলের তরফে নিয়ে আসা হয় ৪২ মিটার লম্বা একটি বিশেষ মই। তার সাহায্যে ১৬ তলার বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। তবে তার আশেপাশে আরও বেশ কয়েকটি ফ্যাট রয়েছে। আগুনের দাপট বাড়লে আশেপাশে ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য সব রকম ভাবে চেষ্টা করছে দমকল। এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় কাউন্সিলর। ঘটনার জেরে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। রণিতা মুখোপাধ্যায় নামে আবাসিক জানান ১৬ ডি এবং ১৬ ই ফ্ল্যাটে আগুন লেগেছে। সেখানে কাজ চলছিল। কেউ ছিলেন না। ১৭ তলার আবাসিকরা আতঙ্কে ছাদে উঠে গিয়েছেন। কারণ আগুনের জেরে সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছিলেন না। বাকি সমস্ত আবাসিককে তৎপরতার সঙ্গে বাইরে বের করে আনা হয়েছে। সকলে নিরাপদ রয়েছে বলে তিনি জানিয়েছেন। এর জন্য তিনি আবাসনের নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup