Irani Trophy: Bengal Coach Laxmiratan Shukla Reacted After Akash Deep And Sudip Gharami Omitted From Irani Trophy Playing XI

কলকাতা: ইরানি ট্রফিতে (Irany Trophy) গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন (Ranji Trophy) মধ্যপ্রদেশের মুখোমুখি অবশিষ্ট ভারত (ROI)। ম্যাচের প্রথম দিন চালকের আসনে অবশিষ্ট ভারত। সেঞ্চুরি করেছেন অভিমন্যু ঈশ্বরণ। ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সবালের।

তবে অবশিষ্ট ভারতের প্রথম একাদশ নির্বাচন নিয়ে জোরাল প্রশ্ন তুললেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রঞ্জি ট্রফিতে রানার্স বাংলা দলের চারজন ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, মুকেশ কুমার ও আকাশ দীপ। চারজনের মধ্যে ম্যাচে খেলানো হচ্ছে শুধু অভিমন্যু ও মুকেশকে। রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছে আকাশ দীপ ও সুদীপ ঘরামিকে। যা নিয়ে ক্ষুব্ধ লক্ষ্মীরতন।

বাংলার কোচ বলেছেন, ‘অবাক করা দল নির্বাচন। বাংলার ছন্দে থাকা ব্যাটার সুদীপ ঘরামি রঞ্জি ট্রফিতে আটশোর ওপর রান করেছে। পেসার আকাশ দীপ চল্লিশের বেশি উইকেট নিয়েছে। আর তারা কি না গ্বালিয়রে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইরানি ট্রফির ম্যাচে সুযোগ পেল না!’

সিএবি থেকে পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে যে, সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে ৮০৩ রান করেছিলেন সুদীপ। সব মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ছয় নম্বরে ছিলেন সুদীপ। ২৩ বছর বয়সী ক্রিকেটার তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছিলেন। পঞ্চাশের ওপর ব্যাটিং গড় ছিল সুদীপের।

লক্ষ্মীরতন বলেছেন, ‘অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পাওয়া সৌরভ কুমার, উপেন্দ্র যাদব, যশ ধুল ও বাবা ইন্দ্রজিৎরা রঞ্জিতে বলার মতো কিছুই করেননি।’ পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের হয়ে খেলে রঞ্জি ট্রফিতে ৫ ম্যাচে মাত্র ১০২ রান করেছেন সৌরভ। রেলওয়েজের হয়ে খেলা উপেন্দ্র ৭ ম্যাচে ৩৫২ রান করেছেন। দিল্লির ক্রিকেটার যশ ৬ ম্যাচে মাত্র ২৭০ রান করেছেন। ইন্দ্রজিৎ ৭ ম্যাচে করেছেন ৪০২ রান। তাঁদের চেয়ে অনেক বেশি রান করেও বাইরে বসতে হয়েছে সুদীপকে। যা নিয়ে ক্ষিপ্ত বাংলার সিনিয়র দলের কোচ।

আকাশ দীপের বাদ পড়া নিয়েও সরব লক্ষ্মী। রঞ্জি ট্রফিতে উইকেটপ্রাপকদের তালিকায় সাত নম্বরে রয়েছেন আকাশ। ১০ ম্যাচে ৪১ উইকেট রয়েছে তাঁর। এক ম্যাচে ১০ উইকেটও নিয়েছিলেন। অন্যদিকে রঞ্জি ট্রফিতে একটিও ম্যাচ না খেলা নভদীপ সাইনিকে অবশিষ্ট ভারতীয় দলে রাখা হয়েছে। লক্ষ্মী বলেছেন, ‘এতে প্রতিভাবান ক্রিকেটারদের মনোবল ভেঙে যায়। ভীষণ হতাশাজনক ঘটনা। নির্বাচকদের এটা নিয়ে ভাবা উচিত। ক্রিকেটারেরা সব সময় নিজেদের সেরাটাই দেয়।’

আরও পড়ুন: কবে ফিরছেন মাঠে? কীভাবে চলছে ফেরার প্রস্তুতি? নিজমুখেই জানালেন ঋষভ পন্থ