Road accident in Bankura: ডিউটি সেরে ফেরা হল না বাড়ি, পথ দুর্ঘটনায় পুলিশকর্মীর মৃত্যু

ডিউটি শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছিলেন পুলিশকর্মী। কিন্তু, তাঁর আর বাড়ি ফেরা হল না। পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই পুলিশকর্মীর। মৃত পুলিশকর্মীর নাম উজ্জ্বল মাহাতো (৩৭)। বাইকে চেপে ফেরার সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রাম সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বল মাহাতো পুলিশের আর ও অফিসে কর্মরত ছিলেন। সেখানে তাঁর ডিউটি ছিল। মঙ্গলবার রাতে ডিউটি শেষ হওয়ার পর নিজের মোটরবাইকের চেপে বাঁকুড়ার বাড়িতে ফিরছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। তাঁকে সড়কের উপর আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে উজ্জ্বলকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও কী কারণে দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনও সঠিক তথ্য জানতে পারেনি পুলিশ। তবে স্থানীয়দের বক্তব্য, জাতীয় সড়কের উপর দিয়ে প্রতিদিন বহু গাড়ি যাতায়াত করে। যার মধ্যে ভারী লরিও রয়েছে। সেই রকমই কোনও একটি গাড়ি ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা জানান, ‘আমরা জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় দেখি একজন রাস্তার উপরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। পাশে ভাঙা অবস্থায় পড়ে থাকা বাইক দেখে বুঝতে পারি পথ দুর্ঘটনা ঘটেছে। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

ঘাতক গাড়িটির খোঁজ করছে পুলিশ। পাশাপাশি এটি নিছকই পথ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বাঁকুড়ায় পথ দুর্ঘটনা আগের থেকে অনেকটাই বেড়েছে। এই জেলায় প্রচুর সড়ক, হাইওয়ে এবং জাতীয় সড়ক রয়েছে। প্রতিনিয়ত সেখানে পথ দুর্ঘটনাও বাড়ছে। বছরের শুরুতেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার জন্তা মোড়ে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল। ধান বোঝাই লরি উলটে গিয়ে তার নীচে পিষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছিল। তারও আগে বাঁকুড়ার জয়পুর তাঁতি পুকুর সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। মৃত ব্যক্তির নাম কার্তিক দালাল। পিছন থেকে গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকটিকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup