Sunil Gavaskar furious after Ravindra Jadeja no ball costs Marnus Labuschagne wicket in Indore

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট সারিয়ে পাঁচ মাস পর মাঠে ফিরে এসেছেন। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) গত দুই টেস্টে পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। তবুও ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) আয়োজিত তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বডি ল্যাঙ্গুয়েজ দেখে বেজায় চটলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। আসলে পরপর তিনটি টেস্টে ধারাবাহিকভাবে ‘নো’ বল করে চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার! আর তাঁর ভুলের খেসারত দিতে হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও দলকে। আর তাই জাড্ডুর আচরণ দেখে মেজাজ হারালেন সানি। 

টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস ১০৯ রানে শেষ হয়ে যায়। এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া (Australia)। দ্বিতীয় ওভারে বল করতে এসেই দলকে সাফল্য এনে দেন জাদেজা। তাঁর বলে লেগ বিফোর হয়ে ফিরে যান ট্রাভিস হেড (Travis Head)। তবে অজি ওপেনারকে আউট করার আগে সেই ওভারের তৃতীয় বলে ‘নো’ ডাকেন আম্পায়ার। 

আরও পড়ুন: Rishabh Pant Injury Update: কোন কাজ করে আনন্দ পাচ্ছেন সুস্থ হয়ে ওঠা ঋষভ পন্থ? জানতে পড়ুন

আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: স্পিন পিচ বুমেরাং! ম্যাথু কুনেম্যান-ন্যাথন লিঁওর দাপটে ১০৯ রানে শেষ টিম ইন্ডিয়া

এরপর নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne) বোল্ড করে দেন তিনি। তবে ভারতীয় দলের উচ্ছ্বাসের মাঝেই তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন,’ওভার স্টেপ নো’ বল করেছেন জাড্ডু। আর সেটা দেখেই মাইক হাতে গর্জে ওঠেন ‘লিটল মাস্টার’। তিনি বলেন, “এটা একেবারেই মেনে নেওয়া যায় না। গত দুটি টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হলেও, জাদেজা একের পর এক ‘নো’ বল করে চলেছে। একজন সিনিয়র বোলারের কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। আমার মনে হয় পারস মাম্বরের ওর সঙ্গে কথা বলা উচিত।” 

গত দুটি টেস্টেও একই ভুল করেছিলেন জাদেজা। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও দেখা যায় তিনি ‘নো’ বল করেছিলেন। এরপর অজি ইনিংসের ৭৮তম ওভারের পঞ্চম বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট মারতে গিয়েছিলেন পিটার হ্যান্ডসকম্ব। কিন্তু ব্যাটে বলে লাগাতে পারেননি। অশ্বিন ক্যাচ ধরেন। অস্ট্রেলিয়া অলআউট হয়ে যাওয়ায় সবার আগে মাঠ ছেড়ে বেরিয়ে যান কে এল রাহুল ও রোহিত। ওপেন করতে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দুই ওপেনার। ঠিক সেই সময় তৃতীয় আম্পায়ার জানান, জাদেজা ‘ওভার স্টেপ নো’ বল করেছেন। ফলে ফের একবার টিম ইন্ডিয়াকে মাঠে নামতে হয়। নাগপুরেও একই কাণ্ড ঘটিয়েছিলেন জাদেজা। স্টিভ স্মিথকে বোল্ড করলেও সেটা ‘ওভার স্টেপ নো বল’ ছিল। এবারও সেই একই ভুল করলেন তিনি। ফলে তৃতীয় টেস্টে ব্যাকফুটে ভারতীয় দল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)