Viral news flight 360 degree turn: মাঝ আকাশে বিমান নিয়ে পাইলটের স্টান্ট! চরম উল্লাস যাত্রীদের, কেন জানেন

আইসল্যান্ডের রেকজাভিক থেকে ম্যানচেস্টার ফিরছিল বিমানটি। তার মাঝেই হঠাৎ কিছুক্ষণের জন্যই থেমে যাওয়া। আর ডান থেকে বামদিকে এক চক্কর! হঠাৎ গোলাকার পথে এক পাক ঘোরার কারণ কী? আসলে উত্তর গোলার্ধের অরোরা বোরিয়ালিস দেখানোই ছিল পাইলটের উদ্দেশ্য। আর সেই কারণেই মাঝপথেই হঠাৎ কিছুক্ষণ থেমে ৩৬০ ডিগ্রি পথে ঘুরতে শুরু করে বিমানটি। সমুদ্রের উপরের আকাশেই ঘটে এই গোটা ঘটনা।

আরও পড়ুন: বাঘা ওষুধেও কিচ্ছু হচ্ছে না এদের, ভয়ানক জীবাণু থেকে কি আবার ছড়াবে অতিমারি

আরও পড়ুন: সঙ্গমের পর অনেকে এই ভুলগুলি করে থাকেন, আপনিও কি সেই দলে? আজই বিপদ এড়ান

ইজিজেট নামক উড়ান সংস্থায় চড়েছিলেন অ্যাডাম গ্ৰোভস। ২৭ ফেব্রুয়ারি আইসল্যান্ডের রেকজাভিক থেকে ম্যানচেস্টার আসার ফ্লাইট ধরেছিলেন অ্যাডাম। হঠাৎ মাঝপথে ফ্লাইট আর এগোয় না। থেমে গিয়ে ডান থেকে বাম দিকে গোল করে ঘুরতে শুরু করে। একইসঙ্গে আকাশে দেখা যায়, সবুজ, বেগুনি ও গোলাপি রঙের আলো। মেঘের ফাঁকে ফাকে অরোরার এই সৌন্দর্য দেখেই রীতিমতো খুশি হয়েছেন যাত্রীরা। এমন দৃশ্য দেখানোর জন্য দুই হাত তুলে পাইলটের প্রশংসাও করা হয়। ছবিগ্ৰাহক অ্যাডাম গ্রোভস আইসল্যান্ডের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এই দিন এই ঘটনার পর, সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজকে বলেন, আইসল্যান্ডে থাকাকালীন আমরা অনেকেই ভেবেছিলাম অরোরার দুর্দান্ত আলো দেখা যাবে! কিন্তু, হালকা মেঘে ঢেকে ছিল আকাশ। তাই কোনওভাবেই দেখা যায়নি সেই দৃশ্য।

আরও পড়ুন: মিলনের পর এই কয়েকটি বিষয়ই কি সবচেয়ে বেশি পছন্দ মেয়েদের? রইল সিক্রেট টিপস

ফ্লাইটের এই গোল চক্কর কেটে অরোরা দেখানোর ঘটনা উঠে এসেছে ফ্লাইট র‌্যাডার ২৪এও। ফ্লাইট র‌্যাডার ২৪-এর ওয়েবসাইটে সমস্ত যাত্রীবাহী বিমানের গতিপথ দেখা যায়। একটি বিমান কোথা থেকে কোথায় যাচ্ছে, তার লাইভ ছবি সরাসরি দেখায় এই সংস্থা। তাদের ব্যবস্থায় এই দিন ইজি জেটের এই বিশেষ যাত্রার ছবি ফুটে ওঠে। দেখা যায় সমুদ্রের উপর মাঝ আকাশে গোল করে এক পাক ঘুরল ইজি জেট। তারপর আবার এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে। তাদের ম্যাপে পুরো ঘটনার ছবি তুলে ফ্লাইট র‌্যাডার ২৪ পোস্ট করে টুইটারে।

অরোরার অসামান্য ছবিগুলি ভাইরাল হওয়ার পর একজন জিজ্ঞেস করেন, ‘এটা কি পাইলট চাইলেই করতে পারেন? নাকি আলাদা করে অনুমতি লাগে?’ তখন উত্তর আসে, ‘এর জন্য আগে থেকে এটিসির সঙ্গে যোগাযোগ করা হয়। তারা অনুমতি দিলে এটা করা যায়।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup