আরও এগিয়ে গেলো আর্সেনাল

ম্যানসিটির চেয়ে এক ম্যাচ কম খেলার সুবিধা আদায় করে নিলো আর্সেনাল। অবনমনের শঙ্কায় থাকা এভারটনের মাঠে নামার আগে সিটিজেনদের চেয়ে এক ম্যাচ কম খেলে মাত্র ২ পয়েন্টে এগিয়ে ছিল গানাররা। বুধবার ঘরের মাঠে ৪-০ গোলে জিতে সেটা পাঁচে বাড়িয়ে নিলো তারা।

ম্যানসিটির কাছে এমিরেটস স্টেডিয়ামে হারের পর টানা তিন জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট অর্জন করেছে শীর্ষে আর্সেনাল। ম্যানচেস্টারের ক্লাব ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে।

আর্সেনালের মাঠে গত ২৭ লিগ ম্যাচে মাত্র একটি জেতা এভারটন এবার কিছু নিয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে ঘরে গানারদের হারানোর স্মৃতি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। কিন্তু দ্বিতীয় দেখায় বিরতির পাঁচ মিনিট আগে গোল খাওয়ার পর তাদের হার হয়ে দাঁড়ায় আনুষ্ঠানিকতার।

মার্টিন ওডেগার্ডের পাস থেকে বুকায়ো সাকা আড়াআড়ি শটে জাল কাঁপান। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে এভারটনের ইদ্রিস গুয়ে যেন আর্সেনালকে গোল উপহার দেন। সেনেগালের মিডফিল্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে সাকা পাস দেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সহজেই জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে ব্যবধান ২-০ তে নেন।

লিয়ান্দ্রো ট্রসার্ডের কাটব্যাক থেকে দলের তৃতীয় গোল করেন ওডেগার্ড। এডি এনকেতিয়াহর অ্যাসিস্টে মার্টিনেল্লি বড় জয় নিশ্চিত করেন।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘এই জয়ে আমি আনন্দিত এবং প্রথম ২৫ মিনিটের পর আমরা যেভাবে খেললাম, তা দারুণ। শুরুতে আমরা কিছুটা কঠিন অবস্থার মধ্যে ছিলাম। প্রথম গোল করার পর খেলা সহজ হয়ে গেলো। আমাদের একটি জাদুকরী মুহূর্তের দরকার ছিল এবং বুকায়ো সেটা এনে দিয়েছিল। তারপর থেকে আমরা উঠে দাঁড়ালাম। এই ম্যাচ জয় আমাদের প্রাপ্য ছিল।’