তামিলনাড়ুতে কি বিহারি শ্রমিকদের পেটানো হয়েছে? জবাব দিল সেখানকার সরকার

তামিলনাড়ুতে বিহারি শ্রমিকদের উপর হামলার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিহারেও শোরগোল পড়েছে। বিহারের মুখ্য়মন্ত্রী এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিজেপি বিধানসভাতেও এই প্রসঙ্গ তুলেছিলেন।

এদিকে বৃহস্পতিবার ডিজিপি তামিলনাড়ু একটি ভিডিয়ো পোস্ট করেন। সেটা আবার বিহার পুলিশ ফের টুইট করেছে। সেখানে বলা হয়েছে বিহারের পরিযায়ী শ্রমিকদের উপর হামলার যে দুটি ভিডিয়ো তা ভুয়ো। বিহারের কেউ মিথ্য়ে এই ভিডিয়ো পোস্ট করেছিলেন।

ডিজিপি তামিলনাড়ু শ্লিয়েন্দ্র বাবু জানিয়েছেন, দুটি ভিডিয়ো ভুয়ো। এটা অনেক আগের ভিডিয়ো। এটা তিরুপুর বা কোয়েম্বাটুরে স্থানীয়দের সঙ্গে পরিযায়ীদের লড়াই নয়।একটি ভিডিয়োতে দুটি পরিযায়ী শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা। অপরটি কোয়েম্বাটুরে দুদল স্থানীয়দের মধ্যে লড়াই।

ডিজিপি জানিয়েছেন, বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে বিহারী পরিযায়ী শ্রমিকদের মারধর করা হয়েছে। এখানে সকলে শান্তিপূর্ণভাবে থাকেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক আছে।

ডিজিপি বিহার আর এস ভাট্টি জানিয়েছেন, তিনি তামিলনাড়ুর ডিজিপির সঙ্গে কথা বলেছেন। বলা হয়েছে সমস্ত বিহারি শ্রমিকরা নিরাপদে রয়েছেন। যে ভিডিয়ো দেখানো হয়েছে তা মিথ্যে।

এদিকে বিহারের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, তিনি এই ঘটনায় উদ্বিগ্ন। তামিলনাড়ুর সঙ্গে যোগাযোগ করে এনিয়ে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার ব্যাপারে বলেছিলেন তিনি।

তিনি লিখেছিলেন, খবরকাগজে পড়ছি তামিলনাড়ুতে কাজ করা বিহারি শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে। বিহারি শ্রমিকদের সুরক্ষার জন্য মুখ্যসচিব ও ডিজিপিকে তামিলনাড়ুর সঙ্গে কথা বলতে বলেছি। 

এরপর বিজেপি এনিয়ে জানায় বিহারি শ্রমিকদের উপর ভিনরাজ্যে হামলা হচ্ছে। সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা জানিয়েছেন, সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিহারি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে। এমনকী জবাব দেওয়ার ভয়ে উপমুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বিধানসভায় ছিলেন না। সরকারকে সুরক্ষা দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন। 

তবে তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই জানিয়েছেন, ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে। এগুলি আগের ভিডিয়ো। তার পেছনে ব্যাখ্যাও দিয়েছেন তারা।তবে এবার তার জের কোথায় যায় সেটাও দেখার।

অন্যদিকে বাংলারও প্রচুর শ্রমিক তামিলনাড়ুতে কাজ করেন। তাঁদের সুরক্ষা কতদূর রয়েছে তা নিয়েও প্রশ্ন। তবে তামিলনাড়ু সরকার অবশ্য় পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার আশ্বাস দিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup