Sagardighi: জোড়াতালি দিয়ে কংগ্রেস বিধানসভায় ফিরল, সিপিএম ফিরবে কবে?‌ গুঞ্জন দলের অন্দরে

একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস হ্যাট্রিক করে বাংলায় আসে। সেখানে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। সিপিএম–কংগ্রেস শূন্য হলেও একটি আসন পেয়েছিল আইএসএফ। দেশের স্বাধীনতার পরে প্রথম বাংলার বিধানসভায় বাম–কংগ্রেস শূন্য হয়েছিল। তারপর থেকে যত উপনির্বাচন হয়েছে সবকটিতেই জয়ের ধারা অব্যাহত রেখেছিল তৃণমূল কংগ্রেস। তবে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছিল বাম–কংগ্রেস। আর প্রধান বিরোধী দল হলেও বিজেপি বাংলায় প্রান্তিক রাজনৈতিক দলে পরিণত হচ্ছিল। সেই ধারা এখনও অব্যাহত।

এরপর বাম–কংগ্রেস জোটের জয় কবে হবে সেটারই প্রতীক্ষায় ছিল বাংলা। আজ সাগরদিঘি সেই জয় দেখিয়ে দিল। তবে কংগ্রেস জয়ী হল সিপিএমের সঙ্গে জোট করে। একক শক্তিতে নয়। তবু তারা সক্ষম হল রাজ্য বিধানসভায় নিজেদের প্রতিনিধি পাঠাতে। কিন্তু সিপিএম কবে ফিরবে বাংলার বিধানসভায়? এই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই। সিপিএম নানা জোট করেও বুক ভরা শূন্যতাই দেখতে হয়েছে কমরেডদের। তাই এখন দলের অন্দরে এই নিয়ে ফিসফাস শুরু হয়েছে।

এদিকে বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে এখনও ফাঁকা থাকছে একটি আসন। সেটি হল মানিকতলা বিধানসভা কেন্দ্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডে প্রয়াত হওয়ায় সেই আসন ফাঁকা হয়েছে। এখন এই আসনের নির্বাচন নির্ঘন্ট কমিশন ঘোষণা না করা পর্যন্ত হচ্ছে না। সুতরাং সিপিএম বা বামেরা শীঘ্রই রাজ্য বিধানসভায় তাঁদের প্রতিনিধি পাঠাতে পারছে না। সাগরদিঘিতে এদিন কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে বামেদের সমর্থনে। কিন্তু বাংলার অন্য কোনও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলেও সেখানে বামেরা প্রার্থী দিলে কংগ্রেসের ভোটাররা আদৌ সমর্থন করবেন তো?‌ এই প্রশ্নও উঠছে।

অন্যদিকে ৭৭টি আসন পাওয়া বিজেপি কেন্দ্রের ক্ষমতায় থেকেও যেভাবে তাঁদের দলের সাংসদ–বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনা ঘটছে তাতে গেরুয়া শিবির চাপে পড়বে। ইতিমধ্যেই সংখ্যা অনেকটা কমেছে। তার উপর সব নির্বাচনেই বিজেপির পরাজয় আসলে মানুষের রাজনৈতিক প্রত্যাখ্যান বলে মনে করা হচ্ছে। কারণ তাঁদের সংগঠন তলানিতে গিয়ে ঠেকেছে। আবার বাম শিবিরের অনেক ভোটাররাই এখন আশঙ্কা করছেন, যাকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জেতানো হল সে আগামী দিনে তৃণমূলে চলে গেলে লড়াইটা বৃথা চলে যাবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup