তৃণমূলের মুসলিম ভোট কংগ্রেসে গেছে, মমতাই ওদের জয়ের রাস্তা করে দিয়েছেন: সুকান্ত

সাগরদিঘিতে কংগ্রেসকে জেতার রাস্তা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুসলিম ভোট কংগ্রেসে যাওয়ায় সাগরদিঘিতে তারা জিতেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে তিনি স্পষ্ট করলেন, বাম – কংগ্রেসের সঙ্গে কোনও জোটের সম্ভাবনা নেই বিজেপির।

এদিন সুকান্তবাবু বলেন, ‘মুসলিম ভোট তৃণমূল থেকে সরছে। এটা ভালো লক্ষ্মণ। মুসলিমরাও বুঝতে পারছেন তৃণমূল তাদের কোনও উন্নয়ন করতে পারবে না। মানুষের রাস্তাঘাট পৌঁছয়নি, জল পৌঁছয়নি। সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেস থেকে সরে এসেছে। আমি তাদের বলব, নাগাল্যান্ডের দিকে দেখুন। যেখানে ৯৮ শতাংশ সংখ্যালঘু খ্রিষ্টান, তারা কিন্তু মোদীজির ওপর ভরসা রেখেছেন’।

তাঁর দাবি, ‘ওনার সব থেকে বড় জোটসঙ্গী হল পুলিশ। পুলিশ যদি জোট থেকে বেরিয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিছুই থাকবে না’।

সুকান্তবাবু বলেন, ‘আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন এখান থেকে কংগ্রেস বাম সমর্থিত প্রার্থী জিতুক। ওখানকার ভোটারদের দাবি ছিল মুসলিম বিধায়ক চাই। সাগরদিঘিতে মুসলিম ভোট তৃণমূল থেকে কংগ্রেসে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কংগ্রেসকে জিতিয়ে বিরোধী ভোট ভাগ করতে চেয়েছেন। বিধানসভায় সিপিএম-কংগ্রেস ছিল না বলে তিনি যে দুঃখ পেয়েছিলেন সেকথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি একথাও বলেছিলেন, বিধানসভায় বিজেপির থেকে সিপিএম – কংগ্রেস বাড়লে উনি খুশি হবেন’।

সুকান্তবাবু বলেন, ‘গত কয়েকটা ভোটে তৃণমূলের মুসলিম ভোট কংগ্রেসে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু জনগোষ্ঠী বিজেপির সঙ্গে আছে। কারণ তারা জানে হিন্দু বাঙালির শেষ আশ্রয়স্থল পশ্চিমবঙ্গকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে তার নাম বিজেপি।’