সাগরদিঘিতে প্রায় ২৩ হাজার ভোটে জয়ী বাম – কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন বাম – কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস। বৃহস্পতিবার দুপুর ২.৪০ মিনিটে তাঁকে নির্বাচন কমিশনের তরফে জয়ী ঘোষণা করা হয়। তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়েছেন তিনি। এর ফলে ২০২১ সালের পর বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে চলেছেন কেউ।

গত ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার ছিল ভোটগণনা। এদিন সকালে গণনা শুরু হতেই এগিয়ে যান বাম – কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস। তার পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। প্রায় প্রতি রাউন্ডেই ব্যবধান বাড়াতে থাকেন তিনি। বেলা গড়িয়ে বিকেল হতে তাঁকে জয়ী ঘোষণা করে কমিশন। ৪৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন কংগ্রেসপ্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দী তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৯ শতাংশের কিছু বেশি ভোট। বিজেপি প্রার্থী সুব্রত সাহা পেয়েছেন প্রায় ১৪ শতাংশ ভোট।

সাগরদিঘিতে কংগ্রেসের এই জয় রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধের নতুন পন্থা বলে দাবি করছেন অনেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এই জয়কে সাগরদিঘির মানুষের জয় বলেছেন। জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছে বিজেপি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে কংগ্রেসের কোনও প্রার্থী জয়লাভ করেননি। ফলে বাইরন বিশ্বাসই হতে চলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি।