সাগরদিঘিতে বিজেপির ভোট কংগ্রেসে গেছে, স্বীকার করার জন্য অধীরকে ধন্যবাদ: মমতা

সাগরদিঘি উপনির্বাচনের ফলের পিছনে বিরোধীদের ‘অনৈতিক জোট’কে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। সঙ্গে বিজেপির ভোট কংগ্রেসে এসেছে বলে স্বীকার করে নেওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ছিল মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের ভোটগণনা। গণনায় শুরু থেকেই এগিয়ে যান বাম – কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস। গণনা শেষ হলে দেখা যায় তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রীর আত্মীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত করেছেন তিনি।

এদিন সাগরদিঘির ফল নিয়ে প্রশ্নের উত্তরে মমতা বলেন, ২০২১ এও সিপিএম – কংগ্রেস জোটের নামে মহাঘোঁট করেছিল। তাদের ভোটটা ট্রান্সফার করেছিল বিজেপিকে। আর সাগরদিঘিতে এবার বিজেপি ভোটটা ওদের ট্রান্সফার করেছে। দেওয়া নেওয়ার সম্পর্ক। আমরা আগামীদিন সিপিএম – কংগ্রেস – বিজেপির রাজনৈতিক চাতুরতার নাটক খতম করবই। বিজেপি তৃণমূল কংগ্রেসকে ছুঁতে পারবে না।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী তো নিজে স্বীকার করেছেন, বিজেপির ভোট তাঁদের কাছে এসেছে। সত্যি কথাটা স্বীকার করার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।