২০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে কুন্তলকে ১৬ কোটি টাকা তুলে দিয়েছিল এজেন্টরা: ED

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের বিরুদ্ধে আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশ করল ED. তদন্তকারীদের দাবি, কুন্তল ঘোষকে ১৬ কোটি টাকা তুলে দিয়েছিলেন এজেন্টরা। এজেন্টদের জেরা করে এমনটাই জানা গিয়েছে বলে দাবি করেছেন ইডির গোয়েন্দারা।

এদিন ইডির তরফে আদালতে জানানো হয়, ১০ জন এজেন্টকে জেরা করে তাঁরা জানতে পেরেছেন ২০০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকা কুন্তলকে তুলে দিয়েছিলেন তাঁরা। এদিনের সওয়াল জবাবের পর কুন্তলকে ১৭ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিন আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন কুন্তল। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি না কি রহস্যময়ী অভিনেত্রীকে ফ্ল্যাট – গাড়ি কিনে দিয়েছিলেন। জবাবে কুন্তল বলেন, আমার নিজের একটাই ফ্ল্যাট। কোনও গাড়ি নেই। আমি অন্যকে গাড়ি কিনে দেব কী করে?

সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকায় অভিনেত্রী তথা তৃণমূলের এক যুব নেত্রীকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন কুন্তল। ৩টি লাগোয়া ফ্ল্যাট ভেঙে ১টি ফ্ল্যাট বানানো হয়েছিল। এমনকী অভিনেত্রীকে একটি গাড়িও কিনে দেন তিনি। এর পর দলের রাজ্য যুব সম্পাদকের পদ পান তিনি।