Calcutta High court: বৈধ ভিসা থাকার পরেও জার্মান নাগরিককে আটক, দেশে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

ভিসার মেয়াদ ও বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশি বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় ওই নাগরিককে অবিলম্বে জার্মানিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে বলল কলকাতা হাইকোর্ট। ওই নাগরিক যাতে সুস্থভাবে দেশে ফিরতে পারেন তার জন্য রাজ্য পুলিশকে সবরকমভাবে সাহায্য করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী।

ওই জার্মান নাগরিকের নাম শুভ হাওলাদার। তাঁর আইনজীবী আতারুল হক মোল্লা জানান, শুভদের পরিবারের সবাই বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা। কিন্তু, গত ১০ বছর ধরে বাংলাদেশ ছেড়ে জার্মানিতে রয়েছেন শুভ। সেই সূত্রে তিনি এখন জার্মানির নাগরিক। সেই দেশ থেকেই ভারতে আসার জন্য ট্যুরিস্ট ভিসা নেন শুভ। ভেবেছিলেন ভারতে কিছুটা সময় বিভিন্ন জায়গা ঘুরবেন। এদিকে, শুভর বাবা লতিফ হাওলাদার বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা। শুভ ভারতে আসার পরই তিনি ছেলের সঙ্গে দেখা করতে আসেন। তারপর আবার বাংলাদেশ ফিরে যান লতিফ। তাতেই সমস্যার সূত্রপাত হয়।

আইনজীবী জানান, শুভর ভারতে বেড়ানোর ভিসার মেয়াদ ছিল ৬ অগস্ট পর্যন্ত। তাঁর বাবা বাংলাদেশে ফিরে যান ৫ অগস্ট। তাঁকে ছাড়তে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যান শুভ। তাঁর কাছে বৈধ সমস্ত নথিও সেই সময় ছিল। অভিযোগ, সেই নথি দেখানোর পরও সীমান্ত এলাকায় শুভকে আটক করে স্থানীয় পুলিশ। এরপর দু’দিন তাঁকে বসিরহাটের স্বরূপনগর থানায় আটকে রাখা হয়। এমনকী তাঁর কাছ থেকে পুলিশ ৩ লক্ষ টাকা দাবি করে বলেও অভিযোগ।

এরপর দেশে ফিরতে চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই জার্মান নাগরিক। সেই সময় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। বৈধ নথি থাকা সত্ত্বেও শুভ হাওলাদারকে এভাবে কেন হেনস্থা করা হল? তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। সেই সময় শুভকে জামিন দেওয়ার পাশাপাশি অবিলম্বে তাঁর ভিসার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে সমস্ত অভিযোগ থেকে অব্যহতি চেয়ে শুভ আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর বিচারপতি বিবেক চৌধুরী নিম্ন আদালতকে নির্দেশ দেন, সমস্ত অভিযোগ থেকে শুভকে মুক্ত করতে হবে। এর জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই মতো সমস্ত অভিযোগ থেকে শুভকে খালাস করে বসিরহাট আদালত। গতকাল মামলাটি ফের ওঠে হাইকোর্টে। সমস্ত কিছু খতিয়ে দেখার পর বিচারপতি অবিলম্বে শুভকে জার্মানিতে পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup