CSK To Begin Their Training From 3rd March In Mahendra Singh Dhoni’s Presence

নয়াদিল্লি: আইপিএল ২০২৩ (IPL 2023) শুরু হতে এখনও খানিকটা সময় হাতে রয়েছে। চলতি মাসের একেবারে শেষে ৩১ তারিখ শুরু হতে চলেছে এ বারের আইপিএল। প্রতি বছরই মোটামুটি সর্বপ্রথম প্রাক মরসুম অনুশীলন শুরু করে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ফ্রাঞ্চাইজি। এ বছরও টুর্নামেন্ট শুরুর বেশ খানিকটা আগেই নিজেদের প্রস্তুতি শিবির শুরু করে দিচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন ফ্রাঞ্চাইজি।

শুরু প্রস্তুতি

চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা, আজ ৩ মার্চ, শুক্রবার থেকেই নিজেদের অনুশীলন শুর করতে চলেছে। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘সিএসকে কাল (শুক্রবার) থেকে অনুশীলন শুরু করতে চলেছে। ধোনিও কালই চলে আসছেন। দলের ভারতীয় সদস্যরা আপাতত অনুশীলনে অংশগ্রহণ করবেন।’ অজিঙ্ক রাহানে এবং আম্বাতি রায়াডুর মতো অভিজ্ঞ ভারতীয় তারকারাও এই অনুশীলন  শিবিরে শুক্রবার থেকেই অংশ নেবেন।

তবে অধিনায়ক ধোনি কিন্তু বেশ আগেভাগেই নিজের অনুশীলন শুরু করে দিয়েছেন। তিনি আপাতত আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না। সেই কারণেই ম্যাচ ফিটনেস ফিরে পেতে বেশ আগেই নেটে নেমে পড়েছেন ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে ধোনির ব্যাটিং করার ভিডিও কিন্তু হালে প্রায়শই ভাইরাল হয়েছে। শুরুতে তিনি কেবল স্পিন বোলারদের বিরুদ্ধে নেটে অনুশীলন করছিলেন বটে, তবে ফ্রাঞ্চাইজির অনুশীলন শিবির হলে তিনি ফাস্ট বোলারদের বিরুদ্ধেও অনুশীলন শুরু করবেন বলেই আশা করা যায়।

প্রথম ম্যাচেই সিএসকে 

সিএসকে এ বারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৩-র প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে সিএসকে। গত বছর লিগ তালিকায় নবম স্থানে শেষ করেছিল হলুদ বিগ্রেড। এবার তাই ধোনির নেতৃত্বে নিজেদের ভাগ্য বদলে ফেলার লক্ষ্যে বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন সিএসকে তারকারা। প্রসঙ্গত, সিএসকে কিন্তু এবার প্রথম নয়, এর আগেই কলকাতা নাইট রাইডার্সেরও একাধিক সদস্য ফ্রাঞ্চাইজির ট্রেনিং অনুশীলন শুরু করেছেন। হালে বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহদের নেটে ব্যাটিং করার ছবি এবং ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় ছাড়াও হয়েছে। কেকেআর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে।IP

আরও পড়ুন: লং জাম্পে নয়া জাতীয় রেকর্ড গড়লেন জেসিন আলড্রিন