India Vs Australia 3rd Test In Border Gavaskar Trophy Aussies Win Match By 9 Wickets

ইনদওর : হাতে ছিল যৎসামান্য পুঁজি। সেই সম্বলের ওপরই আস্থা রেখে ঘূর্ণির জোড়া ফলায় ছিল বেগ দেওয়ার পরিকল্পনা। কিন্তু তেমন কিছুই কার্যত হল না। মাত্র ১ উইকেট হারিয়েই হেলায় জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল অস্ট্রেলিয়া (Australia)। ৯ উইকেটে ম্যাচ জিতল তারা। পাশাপাশি প্রথম দুই টেস্টে হারের পর ইনদওরে সিরিজের তৃতীয় ম্যাচে জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ভেসে রইল অজিরা। সিরিজের প্রথম দুটো টেস্টে হেরে এই টেস্টে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। যদিও ঘূর্ণি পিচে দুই ইনিংসেই ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিপাকে ফেলে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। 

তৃতীয় টেস্টের তৃতীয় দিনে জিততে মাত্র ৭৬ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। খেলার প্রথম ওভারেই রবিচন্দ্রন অশ্বিন উসমান খোয়াজাকে ফিরিয়ে মোক্ষম ধাক্কাও দিয়েছিলেন অজি শিবিরে। অশ্বিনের সঙ্গে অপর দিকে রবীন্দ্র জাদেজাকে বোলিংয়ে নামিয়ে জোড়া ফলার আক্রমণে গিয়েছিল ভারত। কিন্তু তাতেও কাজের কাজ আর কিছু হয়নি। ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয়ের কড়ি জোগড় করে নেয় অজিরা। ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)