“We’re Waiting For You”: Argentina’s World Cup Hero, Lionel Messi, Receives Chilling Death Threats As Gunmen Attack Supermarket Owned By In-laws

বুয়েনস আয়ারস : কয়েক মাস আগেই দেশকে বিশ্বমঞ্চে পাইয়ে দিয়েছেন বিশ্বসেরার আসন। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina)। লাখো আন্জেন্তাইনের স্বপ্নপূরনের পর দেশে নায়কের তকমা পাচ্ছেন যিনি। সেই লিওনেল মেসিই (Lionel Messi) পেলেন খুনের হুমকি ! আর্জেন্তিনার রাজধানী বুয়েনস (BUENOS AIRES) আয়ারসে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর এক আত্মীয়ের দোকানে হামলা চালিয়েছে বন্দুকবাজরা। সুপারমার্কেটে থাকা দোকানে বাইকে চড়ে এসে এলোপাছাড়ি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দোকানে হামলা চালানোর পর সেখানেই খুনের হুমকি পোস্টার সাঁটিয়ে যায় তারা। যে হুমকি পোস্টারে সরাসরি খুনের হুমকি দিয়ে লেখা, ‘মেসি, তোমার জন্য অপেক্ষা করছি।’

স্থানীয় পুলিশ সূত্রে খবর, বুয়েনস আয়ারসের সুপার মার্কেটের সামনে এসে মেসির স্ত্রী-র এক আত্মীয়ের দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকা বাইকে থাকা দুই দুষ্কৃতী। মোট ১৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলেই খবর মিলেছে। পাশাপাশি হুমকি পোস্টারে যে মেসির উদ্দেশে চরম হুমকির বার্তা দেওয়া হয়েছে, তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি হুমকি পোস্টারের মেসির সঙ্গেই নিশানা করা হয়েছে স্থানীয় মেয়রকেও। যে ঘটনার পর পরই বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাই জানিয়েছেন বুয়েনস আয়ারসের মেয়র পাবলো জাভকিন। পাশাপাশি জানা যাচ্ছে, রাতের অন্ধকারে যে ঘটনা ঘটার পরই সাতসকালে সেখানে নিজে উপস্থিত হয়েছিলেন স্থানীয় মেয়র। এলাকায় যেভাবে ড্রাগ ডিলারদের রমরমা বেড়েছে তা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উষ্ণাপ্রকাশও করেছেন তিনি। 

প্রসঙ্গত, আর্জেন্তিনার রোসারিও-তে জন্ম নিলেও ৩৫ বছরের বিশ্বখ্যাত ফুটবলার এই মুহূর্তে থাকেন না সেখানে। প্যারিস সাঁ জাঁ-র ফুটবলার প্যারিসে স্ত্রী-পুত্রদের সঙ্গে থাকেন। অল্প বয়সে রোসারিও ছেড়ে বার্সেলোনাতে পাড়ি দেওয়ার পর থেকে কার্যত দেশের বাইরেই থেকেছেন তিনি। দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনা ছিল মেসির ঠিকানা। ক্লাব ফুটবলের দল বদলানোর পর কয়েক বছর আগেই বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন মেসি। পাশাপাশি গত বছরের শেষে কাতার বিশ্বকাপে দেশকে বিশ্বকাপ জিতিয়ে ৩৬ বছরের শাপমোচনের পর দেশে ফিরেছিলেন তিনি। ফেরার পর যেখানে স্বাভাবিকভাবেই নায়কের মর্যাদাও পান তিনি। তাই মেসির নিজের দেশে ঘটা এমন ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন- বিফলে ভারতের ঘূর্ণির সাঁড়াশি আক্রমণ, হেলায় ম্যাচ জিতে সিরিজে ভেসে থাকল অস্ট্রেলিয়া