অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬, উদ্ধার অভিযান স্থগিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান সাম‌য়িকভা‌বে স্থগিত করা হয়েছে। শনিবার (০৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস। রবিবার (৫ মার্চ) সকাল থেকে পুনরায় অভিযান পরিচালনা করবেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস একটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ অবস্থায় সাত জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ‌‘ধ্বংসস্তূপ থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ অবস্থায় সাত জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ৯টি ইউনিট কাজ করেছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করা হয়েছে। রবিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। ধারণ করছি, হতাহত আর কেউ ঘটনাস্থলে নেই।’

সীমা অক্সিজেন প্ল্যান্ট অক্সিজেন প্রসেসিং করে বোতলজাত করতো উল্লেখ করে আবদুল মালেক বলেন, ‘অক্সিজেনগুলো জাহাজ কাটার কাজে ব্যবহৃত হতো।’

এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম। 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’