অশোক স্তম্ভের ছবি লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ I-PAC-এর কর্মীর বিরুদ্ধে

অশোক স্তম্ভের ছবি লাগিয়ে গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ উঠল I-PAC-এর প্রতিনিধির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে I-PAC-এর সেই কর্মী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, I-PAC-এর ওই কর্মীকে চিনি না। দলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই।

শনিবার সন্ধ্যায় মুরারই ১ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে এসে দাঁড়ায় একটি সাদা নম্বর প্লেটের নীল রঙের মারুতি গাড়ি। গাড়ির সামনের কাচে লালের ওপর সাদা দিয়ে লেখা ‘পশ্চিমবঙ্গ সরকার’। তার ওপরে আঁকা অশোক স্তম্ভ। গাড়ি থেকে নেমে তৃণমূল পার্টি অফিসে ঢোকেন এক ব্যক্তি। যদিও তাঁকে চিনতে পারেননি সাংবাদিকরা। সাধারণত জেলার ছোট – বড় সমস্ত রাজনৈতিক নেতাকে চেনেন সাংবাদিকরা। এই নেতা কে জানতে চাইলে তৃণমূল কর্মীরাই জানান, তিনি I-PAC-এর প্রতিনিধি। এর পরই I-PAC-এর কর্মী কেন অশোক স্তম্ভ লাগানো গাড়িতে সেই প্রশ্ন ওঠে।

I-PAC-এর সেই কর্মী তৃণমূল পার্টি অফিস থেকে বেরোলে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যান তিনি। তবে স্বীকার করেন, পার্টির কাজে তিনি এসেছিলেন। ওদিকে কিছুক্ষণের মধ্যে গাড়িটি গায়েব হয়ে যায়। এমনকী সাংবাদিকদের বাধা দেন সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা।

গাড়ির চালক সাংবাদিকদের জানান, গাড়ির মালিক বোলপুরের বাসিন্দা। বোলপুর থেকে মুরারই এসেছেন তিনি। তবে যে ব্যক্তিকে নিয়ে এসেছেন তাঁকে তিনি চেনেন না।

তৃণমূলের এক নেতা জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে আজ একটা বৈঠক ছিল। তবে I-PAC-এর প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেননি। তিনি পাশে বসেছিলেন।