কর্মস্থলে ফিরছেন খুলনার চিকিৎসকরা

খুলনায় হামলার ঘটনায় চিকিৎসকদের চার দিনের কর্মবিরতি স্থগিত হচ্ছে। এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করে চিকিৎসকদের এখন থেকে কর্মে ফেরার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে সন্ধ্যায় বিএমএ খুলনার সাধারণ পরিষদের সভার মধ্য দিয়ে। যা সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হবে।

শনিবার (৪ মার্চ) দুপুরে বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল এবং কেসিসির মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়েছে।’

ডা. বাহার বলেন, ‘যেহেতু এ বিষয় নিয়েই সাধারণ সভা আহ্বান করা হয়েছে, সেহেতু বিষয়টি চূড়ান্ত হবে সাধারণ সভা থেকেই। আর এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন বা হলে পরবর্তী সময়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ বিষয়ে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘ডাক্তারদের দাবির প্রতি আমরা সহনশীল। তাদের অনুরোধ করা হয়েছে, আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করে এখনই কর্মে ফেরার জন্য।’

এসএম কামাল বলেন, ‘আমরা বৈঠকে সবই শুনলাম। ডাক্তারদের দাবির সঙ্গে আমরা সহমত। আবার নাগরিক সমস্যাও ভাবতে হচ্ছে। তাই তাদের অনুরোধ করা হয়েছে, কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করে কর্মে ফেরার জন্য।’

উল্লেখ্য, ডা. নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ১ মার্চ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। সন্ধ্যায় হবে বিএমএ খুলনার সাধারণ সভা।