মিলল আসানসোল আদালতের সম্মতি, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা রইল না ED-র

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে ইডির করা আবেদনে সম্মতি দিল আসানসোল আদালত। যার ফলে কেষ্টর দিল্লিযাত্রা এখন সময়ের অপেক্ষা বলা চলে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অনুব্রতকে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। এর পরই তাকে দিল্লি নিয়ে যেতে আসানসোল আদালতে আবেদন করেছিল ইডি। সেই আবেদনে অবশেষে পড়ল আসানসোল আদালতের শিলমোহর।

গত ২০ ডিসেম্বর আইনি প্রক্রিয়া শেষ করে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইডি। তখনই শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূলি পঞ্চায়েত প্রধানের করা খুনের চেষ্টার অভিযোগে অনুব্রতকে আসানসোল জেলে গিয়ে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ। এর পর তাকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে গরুপাচারকাণ্ডে অনুব্রতকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। এর পর ফের অনুব্রতকে হেফাজতে চেয়ে আসানসোল আদালতে আবেদন করে ইডি। সেই আবেদনে বৃহস্পতিবার সম্মতি জানিয়েছেন আসানসোল আদালতের বিচারক।

গরুপাচারকাণ্ডে গত অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। সেই থেকে আসানসোল জেলে বন্দি রয়েছেন তিনি। মাঝে কয়েকদিন তার ঠিকানা হয়েছিল দুবরাজপুর থানা। এবার তার ঠিকানা হতে চলেছে দিল্লির তিহাড় জেল।