রাজধানীতে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ 

রাজধানীর গুলশানের নিকেতনে একটি ভবনে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকাল ৬টায় গুলশান-২ নিকেতনের ৬ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পাঁচ তলায় কে এম ইন্টারন্যাশনাল অফিসে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, অফিস এক্সিকিউটিভ গোপাল মল্লিক (২৮)‌ ও  অফিস সহকারী মিজানুর রহমান (২০)। দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধদের সহকর্মী মাজহারুল্লা শামীম জানান, অফিসটি রিক্রুটিং এজেন্সির। এটা মূলত গ্রুপ অব কোম্পানির একটি শাখা। সেখানে অফিসে রাতে ওই দুজনই ছিলেন। তারা ঘুমিয়ে ছিলেন, সকালের দিকে হঠাৎ বিকট শব্দে সেখানে আগুন লেগে যায়। এতে দুজন দগ্ধ হন।

ধারণা করা হচ্ছে, এসি থেকে বিস্ফোরণেই এরা দগ্ধ হয়েছে। শর্ট সার্কিট থেকে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা অফিসের লোকজনের।

তাদের আরেক সহকর্মী মশিউল আলম বলেন, গোপাল মল্লিক গতকাল রাতে অফিসে এসেছেন। পরে সেখানে থেকে যান। অফিসের পাশেই তার বাসা, শনিবার বাসা পরিবর্তন করবেন, সে কারণে সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছেন, তাই রাতে অফিসে থাকেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইয়ুব হোসেন বলেন, ‘গোপাল মল্লিকের অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অপরজনের সামান্য পুড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।‘

দগ্ধ গোপাল মল্লিক গাজীপুর জেলার শ্রীপুরের বাসিন্দা দ্বিজেন্দ্র মল্লিকের ছেলে।