১৪ বছর আগে মুখ থুবড়ে পড়া দেশ এখন ঘুরে দাঁড়িয়েছে: নানক

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘১৪ বছর আগের মুখ থুবড়ে পড়া দেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি এখন আমাদের গণতন্ত্র শেখাচ্ছে। ষড়যন্ত্রের পথ পরিহার করে তাদের গণতন্ত্রের পথে আসতে হবে।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরে আদাবর থানা আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন তিনি।

বিএনপি ‘দেশবিরোধী ষড়যন্ত্র’ করছে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপিকে গণতন্ত্রের পথে আসতে হবে। নির্বাচন ছাড়া কোনও সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় না।’

নানক বলেন, ‘পিছিয়ে পড়া বাংলাদেশকে শেখ হাসিনার সরকার এগিয়ে নিয়ে এসেছে। আর বিএনপি ক্ষমতায় থাকাকালীন আন্দোলনের নামে বারবার জ্বালাও-পোড়াও করেছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে নানক বলেন, ‘বিএনপি দেশবিরোধী অনেক ষড়যন্ত্র করেছে, তারেক রহমান লন্ডনে বসে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে। আপনারা বলেছিলেন ১০ ডিসেম্বরের পরে দেশ খালেদার নির্দেশে চলবে। তা হয়নি। এখনও শেখ হাসিনার সরকারের নির্দেশেই দেশ চলছে।’

এ সময় জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের পথে আসুন। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন করতে পারবেন না।’