Brain eating amoeba: ‘ঘিলুখেকো’ অ্যামিবা নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা, বিপদ এড়াতে খেয়াল রাখবেন কী কী

কলের জলে নাক ধুচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময়েই নাকি নাকে ঢুকে যায় একটি প্রাণঘাতী অ্যামিবা। নাক দিয়ে ঢুকে সোজা চলে যায় মস্তিষ্কে। এর পর মস্তিষ্কের কোষ ধীরে ধীরে খেয়ে নেয় মারাত্মক অ্যামিবা। বিজ্ঞানীদের কথায় মূলত একটি সংক্রমণ ঘটায় এই অ্যামিবা। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় প্রাইমারি অ্যামিবিক মেনিনজোএনসেফালাইটিস। সম্প্রতি ফ্লোরিডার শার্লট কাউন্টিতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৪০ মিনিটেই খেয়ে নিল একটা চোখ, মারাত্মক এই অ্যামিবা সম্পর্কে কী বলছেন চিকিৎসকরা

আরও পড়ুন: কেঁচো আর পোকা খেয়েই কেটেছে ৩১ দিন! আমাজনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ব্যক্তি

ঘিলুখেকো এই অ্যামিবার ভয়ে ইতিমধ্যেই তটস্থ‌ সারা ফ্লোরিডা। সেখানের বাসিন্দারা রীতিমতো কলের জল থেকে মুখ ধোয়ার কাজ একেবারেই এড়িয়ে চলছেন। কোন সময় কোন বিপদ হয়ে যায়, তা তো বলা যায় না। তাই ফ্লোরিডা প্রশাসন থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই অ্যামিবা আদতে কী। এর আক্রমণে কী কী লক্ষণ ফুটে ওঠে।

আরও পড়ুন: কোভিডের চিকিৎসাই কি অ্যাডিনোয় ভরসা? একমো সাপোর্ট নিয়ে কী বলছেন চিকিৎসকরা

আরও পড়ুন: এই ৫টি সংক্রামক রোগ ভারতে সবচেয়ে বেশি দেখা যায়, সাবধান না থাকলে যে কোনও সময় বিপদ

নাইগ্লেরিয়া ফাউলেরি অ্যামিবা কী?

ঘিলুখেকো নামে পরিচিত নাইগ্লেরিয়া ফাউলেরি অ্যামিবা একটি এককোষী প্রাণী। মাইক্রোস্কোপ ছাড়া এটিকে দেখা যায় না। সাধারণত হালকা উষ্ণ পরিষ্কার জলে এই অ্যামিবা দেখতে পাওয়া যায়। এছাড়াও হ্রদ ও নদীর জলে পাওয়া যায় এই অ্যামিবা।

কীভাবে সংক্রমণ ছড়ায় ঘিলুখেকো অ্যামিবা?

জলের মাধ্যমেই এটি মানুষের শরীরে পৌঁছায়। একবার পৌঁছালে মাথা পর্যন্ত চলে যায় এই অ্যামিবা। সেখানে গিয়ে মস্তিষ্কের কোষ নষ্ট করতে শুরু করে নাইগ্লেরিয়া। তবে ফ্লোরিডা প্রশাসনের ভাষায় জলের মাধ্যমে এই অ্যামিবা সংক্রমণের ঘটনা একেবারে বিরল।

কী লক্ষণ দেখা যায়?

এই অ্যামিবার সংক্রমণে মাথাব্যথা থেকে জ্বরের মতো উপসর্গ দেখা যায়। এছাড়াও মাথা ঘোরা, বমি, শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার লক্ষণও দেখা দিতে পারে। খুব মারাত্মক পর্যায়ে মানসিক সমস্যাও দেখা দিতে শুরু করে।

পরিসংখ্যান অনুযায়ী একবার ঘিলুখেকো অ্যামিবাতে আক্রান্ত হলে বাঁচার আশঙ্কা কম। নথি অনুযায়ী, ১৫৪ জন আক্রান্ত ব্যক্তির মধ্যে মাত্র ৪ জন বেঁচেছিলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup