Kailasa Viral Video: ‘হিন্দু বিরোধীরা নির্যাতন করছে’ নিত্যানন্দকে! এবার কৈলাসার প্রতিনিধির নয়া দাবি ভিডিয়োয়

স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের দেশ কৈলসার সদস্যরা সদ্য রাষ্ট্রসংঘে নিডের বক্তব্য রেখেছে। যে নিত্যানন্দ ভারতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, সে দেশ ছেড়ে পালিয়ে ইকুয়েডরের কাছে একটি দ্বীপে পৃথক দেশ গঠন করেছে বলে খবর। সেই দেশের থেকেই এই প্রতিনিধিরা সদ্য রাষ্ট্রসংঘে নিজের ‘এলাকা’ সম্পর্কে বক্তব্য রেখেছেন। যে ব্যক্তিকে ভারত ধর্ষণের অভিযোগে খুঁজছে, তার প্রতিনিধিরা কীভাবে রাষ্ট্রসংঘে জায়গা করে নেন? এই প্রশ্ন উঠেছিল। যদিও নিত্যানন্দের প্রতিনিধিদের এনজিও হিসাবে দেখেছে বলে রাষ্ট্রসংঘ জানিয়েছে। এদিকে, রাষ্ট্রসংঘে কৈলাসার প্রতিনিধিরা অভিযোগ তোলেন তাঁদের নেতা নিত্যানন্দকে নির্যাতন করা হচ্ছে। তার প্রেক্ষিতে এরপর নিত্যানন্দের কৈলাসার সদস্যরা নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

রাষ্ট্রসংঘ জানিয়েছে, এনজিও হিসাবে কৈলাসা ওই সভায় যোগ দিয়েছিল, তাদের জানানো কোনও তথ্যকেই গ্রহণ করা হবে না। এদিকে, তারপরই নিত্যানন্দের দেশের তরফে নিজেকে রাষ্ট্রসংঘের স্থায়ী প্রতিনিধি বলে পরিচয় দেওয়া বিজয়প্রিয়া নিত্য়ানন্দ বলেন, তিনি তাঁদের নেতা নিত্যানন্দের ওপর ‘নির্যাতন’এর যে অভিযোগ তুলেছেন, সেই নির্যাতন হিন্দু বিরোধী পক্ষ থেকে আসছে। বিজয়প্রিয়ার দাবি, নিত্যানন্দের জন্মস্থান ভারতে হিন্দু বিরোধী কয়েকজনের তরফে তাঁকে অত্যাচার করা হচ্ছে। উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে নিত্যানন্দের বিরুদ্ধে ২০১০ সালে প্রথম অভিযোগ দায়ের হয়। পরে তিনি গ্রেফতার হন, তারপর তাঁর জামিন খারিজ হয় ২০২০ সালে। তখন তিনি দেশ থেকে পালান। তার কিছুদিন আগে নিত্যানন্দের বিরুদ্ধে শিশুকে অপহরণ করে আশ্রমে আটকে রাখার অভিযোগও দায়ের হয়। (দিল্লিতে অটোরিক্সায় অ্যান্টনি ব্লিনকেন! হাইভোল্টেজ বৈঠকের দিন উঠে এল কী কী ছবি?)

এদিকে ‘নির্যাতন’ ইস্যুতে বিজয়প্রিয়া নিত্যানন্দ এক ভিডিয়োয় মুখ খুলেছেন। তিনি বলেন,’আমি স্পষ্ট করতে চাই যে, এসপিএইচ ভগবান নিত্যানন্দ পরমশিবম তাঁর জন্মস্থানে হিন্দু বিরোধীদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন। ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা ভারতকে উচ্চ স্থানে রাখে, সম্মান করে ভারতকে ,ভারতকে গুরুদীপম হিসাবে দেখে। ধন্যবাদ।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup