Medical student: মহারাষ্ট্রের ছাত্রীকে NRS-এ ভরতির প্রতিশ্রুতি দিয়ে ৩০ লক্ষ টাকা প্রতারণা

দেশজুড়ে সক্রিয় মেডিক্যাল কলেজে ভরতি করিয়ে দেওয়ার নামে প্রতারণাচক্র। এ রাজ্যেও বিভিন্ন মেডিক্যাল কলেজে ভরতি করিয়ে দেওয়ার নামে চলছে প্রতারণা চক্র। ইতিমধ্যেই এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের একটি চক্রকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই চক্রটি মহারাষ্ট্রের নাসিকের এক ছাত্রীকে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করিয়ে দেওয়ার নামে ৩০ লক্ষ টাকা প্রতারণা করেছিল। ছাত্রীটি অভিযোগ জানিয়েছিলেন কলকাতার মুচিপাড়া থানায়। তার ভিত্তিতে ধৃতদের জিজ্ঞাসাবাদ জন্য নিজেদের হেফাজতে নেবে মুচিপাড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, নাসিকের প্রতারিত ওই ছাত্রীর নাম শীলা ঠাকুর। তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রতারকরা। সেই প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ৩০ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়েছিল প্রতারকরা। মুচিপাড়া থানা এলাকায় তাদের মধ্যে লেনদেন হয়েছিল। কিন্তু, তারপরেও ভরতি না হওয়ায় ওই ছাত্রী মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে, ধৃতদের বিরুদ্ধে আরও বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গে প্রতারণার অভিযোগ আগেই উঠেছিল। তার ভিত্তিতে তাদের গ্রেফতার করেছিল বর্ধমান থানার পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, প্রতারকরা বিভিন্ন মেডিক্যাল কলেজে ভরতি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা করত। বর্তমানে ধৃতরা রয়েছে বর্ধমান সংশোধনাগারে। নাসিকের ওই ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বর্ধমান সংশোধনাগারে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মুচিপাড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা নাসিকের ওই ছাত্রীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করে নিয়েছে। এদিকে, বর্ধমান থানার পুলিশ জানতে পারে ধৃতরা শুধু পশ্চিমবাংলায় নয় বিভিন্ন রাজ্যে এভাবে প্রতারণা চালাতো। মুচিপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি নাসিকের ওই ছাত্রী অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, গোটা ঘটনার সঙ্গে ৫ জন ছিল। সেখানে একটি হোটেলে তাদের মধ্যে আর্থিক লেনদেন হয়। প্রতারকরা তাঁকে ভরতি সংক্রান্ত একটি জাল চিঠি দিয়েছিল।

মুচিপাড়া থানার এক পুলিশ আধিকারিক জানান, ‘প্রতারকরা এক ঘণ্টার মধ্যে অপারেশনটি চালিয়েছিল। দুটি ধাপে প্রতারকরা নাসিকের ওই ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছিল। আদালতের অনুমতি ক্রমে এবার মুচিপাড়ার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞেস করবে।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup