Sputnik V vaccine’s developer strangled to death: করোনার টিকা তৈরি করেছিলেন ইনি, নৃশংসভাবে হত্যা করা হল তাঁকে

হালের একটি ঘটনা চমকে দিয়েছে সকলকে। করোনা টিকা তৈরি পিছনে যে সব বিজ্ঞানীর ভূমিকা ছিল, তাঁদের একজনকে রহস্যজনক ভাবে হত্যা করা হল। এই নিয়ে চাঞ্চল্য সারা দুনিয়ায়। 

ঘটনাটি কী ঘটেছে? রাশিয়ায় তৈরি হয়েছিল করোনার টিকা স্পুটনিক ভি। ভারত-সহ আরও বহু দেশেই করোনার টিকা হিসাবে এটিকে স্বীকৃতি দেওয়া হয়। সেই টিকা তৈরির পিছনে যে বিজ্ঞানীদের ভূমিকা ছিল, তাঁদেরই একজনকে হত্যা করা হল। 

(আরও পড়ুন: যে ভয় বিজ্ঞানীরা পাচ্ছিলেন, তাই হল? পাখির ভয়ানক অসুখ ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে)

স্পুটনিক ভি বানান ১৮ জন বিজ্ঞানী মিলে। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আন্দ্রে বোতিকভ। করোনা মোকাবিলায় অবদানের জন্য প্রেসিডেন্ট পুতিনও তাঁকে বিশেষ সম্মান দেন। ২০২১ সালে তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ৪৮ বছরের এই বিজ্ঞানী গামালেয়া ন্যশনাল রিসার্চ সেন্টারে কাজ করতেন। তনিজের কাজের ক্ষেত্রে তাঁর বিশেষ সুনামও ছিল। এহেন বিজ্ঞানীকেই এবার হত্যা করা হল। ঘটনাটি কী ঘটেছে?

(আরও পড়ুন: রাত জাগলেই বুড়ো হবে মাথা, গবেষণার নয়া দাবিতে চমক! তবে বাঁচার উপায়ও আছে)

রাশির সংবামদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাঁকে। আততায়ী বেল্ট দিয়ে তাঁকে হত্যা করেছে। বেল্টটি তাঁর গলা পেঁচানো হয় বলেও জানা গিয়েছে পুলিশের সূত্রে। তাঁর নিজের অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। ইতিমধ্যেই এই অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নাকি পুলিশের সামনে অপরাধের কথা স্বীকারও করেছে।

(আরও পড়ুন: পেট খারাপের নয়া জীবাণু ভয়ানক ছোঁয়াচে! বাজারচলতি সব ওষুধ ফেল! নতুন বিপদের ইঙ্গিত)

কিন্তু কেন এই হত্যা? এই নিয়ে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। অনেকের দাবি, এই বিজ্ঞানী নাকি ওই ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। আর সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। যা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। যদিও সেটি সত্যি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও বড় ষড়যন্ত্র, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup