Viral Video: ‘চা’কে যাঁরা ভোট দিয়েছে, কোভিডে তাদের ব্লক করেছি: কমেডিয়ানের ‘বাঁকা’ জোকে বিতর্ক

আবার নতুন করে বিতর্কে জড়িয়েছেন এক স্ট্যান্ডআপ কমেডিয়ান। তাঁর নাম ড্যানিয়েন ফার্নান্ডেজ। ড্যানিয়েলের একটি বিশেষ রসিকতার কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি রীতিমতো অমানবিক। কী বলেছেন ড্যানিয়েল?

ভারতে গত কয়েক বছর ধরে স্ট্যান্ডআপ কমেডির জনপ্রিয়তা ব্যাপক মাত্রায় বেড়েছে। বহু শিল্পীই এখন এই মাধ্যমে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই এসেছে বিতর্কও। বহু ক্ষেত্রেই এই ধরনের শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে বা ব্যক্তিত্বের বিরুদ্ধে ‘বাঁকা’ রসিকতা করেন। কখনও কখনও তা অনেকের চোখে কুরুচিকর হয়ে দাঁড়ায়। হালে এমনই হয়েছে ড্যানিয়েলের একটি রসিকতাকে নিয়েও।

সম্প্রতি ড্যানিয়েল ‘অ্যালাইভ অ্যান্ড ভ্যাকসিনেটেড’ বলে একটি শো করেছেন। সেখানে তাঁরা একটি রসিকতা নিয়েই বিতর্ক। কী বলেছেন শিল্পী?

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে পরিস্থিতি রীতিমতো খারাপ হয়ে গিয়েছিল, সে কথা আমরা সকলেই জানি। সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক অনুরোধা আসতে থাকে। কারও অক্সিজেন দরকার, কারও দরকার হাসপাতালের বেড। কারও আবার খাবার। এই পরিস্থিতিতে অনেকেই তাঁকে অনুরোধ করছিলেন, তাঁদের প্রয়োজনের কথাটি সোশ্যাল মিডিয়ায় আর একটু বেশি করে ছড়িয়ে দিতে। কিন্তু এমন অনুরোধ এলেই তিনি নাকি প্রথমে জিজ্ঞাসা করতেন, সেই ব্যক্তি কাকে ভোট দিয়েছেন? যদি উত্তর হত ‘চা’, তাহলে নাকি তিনি সঙ্গে সঙ্গে তাঁকে ব্লক করে দিতেন।

এই কথার সূত্র ধরেই বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ এতে স্পষ্টই ইঙ্গিত রয়েছে কেন্দ্রের শাসকদলের ভোটারদের প্রতি। তাঁদের কোনও সাহায্যের কথাই যে তিনি শুনতেন না, তা তাঁর কথা থেকে পরিষ্কার। তবে তিনি এখানেই থামেননি। এর পরে বলেছেন, তাঁর মতে, হাসপাতালগুলিরও উচিত ছিল, একই ধরনের নীত নেওয়ার। কেমন সেই নীতি?

তিনি বলেন, যিনিই হাসপাতালে আসুন না কেন, তাঁকেই জিজ্ঞাসা করা উচিত ছিল, কাকে ভোট দিয়েছেন? উত্তর যদি হত, ‘চা’কে নয়, তাহলে তাঁর প্রয়োজন মতো আইসিইউ, ওষুধ, চিকিৎসা করা উচিত ছিল। আর উত্তর যদি হত, ‘চা’কে— তাহলে সঙ্গে সঙ্গে বাইরের রাস্তা দেখানো উচিত ছিল। আর বলা উচিত ছিল, ‘হসপিটাল ওহি বনেগা’।

ড্যানিয়েলের এই রসিকতার কারণে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলেছেন, শাসক দলের নীতি নির্ধারকরাও যদি ড্যানিয়েলের মতো করে ভাবতেন, তাহলে কেমন হত? যদি তাঁরা ভাবতেন, শুধু এমন মানুষই টিকা পাবেন, যাঁরা তাঁদের ভোট দিয়েছেন, তাহলে কেমন লাগত? তবে এর পাশাপাশি অনেকে তুলেছেন মানবিক প্রশ্নও। কোভিডের সময়ে অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন। সেই কঠিন পরিস্থিতি নিয়ে রসিকতাটি খুবই চটুল মনে হয়েছে অনেকের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup