অভিষেকের দশা অনুব্রতর মতো হবে, হুঁশিয়ারি সৌমিত্র খাঁর

অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে ইডি ও রাজ্য সরকারের মধ্যে জোর দড়ি টানাটানি চলছে। বিমানে করে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে হবে, এমন নির্দেশ দিয়েছে আদালত। ওদিকে আসানসোল জেল থেকে বিমানবন্দর পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার দায়িত্ব নিতে নারাজ রাজ্য পুলিশ। কেষ্টর দিল্লিযাত্রার যাত্রা যখন জমে উঠেছে তখন তখন অভিষেককে আক্রমণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, অনুব্রতর দশা হবে অভিষেকের।

রবিবার অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সৌমিত্র বলেন, ‘অনুব্রতকে আগেই বলেছিলাম জনগণের ওপর অত্যাচার করবেন না। কিন্তু উনি শোনেননি। এখন তার ফল ভুগছেন। এর জন্য উনিই দায়ী। ওর মেয়েকে সবাই গরুচোর বলে ডাকছে।’

সৌমিত্রর দাবি, ‘২ বার সাংসদ হয়ে আমার কাছে অত টাকা নেই যত টাকার সম্পত্তি অনুব্রত মণ্ডলের নামে রয়েছে। ১৫০ কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। ঠেলা তো সামলাতে হবেই।’

এর পরই অভিষেককে আক্রমণ করেন সৌমিত্র। বলেন, ‘অভিষেকের অবস্থাও অনুব্রতর মতো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেকেন্ড ম্যানদের করুণ পরিণতি হয়। মুকুল রায় বিজেপিতে এসেছিলেন। এখন তার অবস্থা দেখতে পাচ্ছেন। স্বৈরাচারী শাসনই ওদের পতনের কারণ। এভাবে বেশি দিন চলতে পারে না।’