‘কুকুর ভেবে কাকে পুষতাম বাড়িতে? খালি খাই-খাই,’ অল্পের জন্য বাঁচল পরিবার

কুকুর ভেবেই জন্তুটাকে পুষেছিলেন চিনের একটি পরিবার। বছর দুয়েক ধরে বেশ আদর করেই সেটিকে পুষেছিল ওই পরিবার। তারা ভাবতেন হয়তো ব্য়তিক্রমী কোনও কুকুর তারা পুষেছেন। এমন কুকুর কারোর কাছে নেই। কিন্তু পরে তাদের ভুল ভাঙে। আসলে সেটি কুকুর ছিল না। সেটি ছিল ভালুক। আস্ত একটা ভালুক। অল্পের জন্য় তার হাত থেকে রক্ষা পেল পরিবার।

ইউনান প্রদেশের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সু ইয়া তিবেতয়ান ম্যাসিটিফ পাপ্পি ভেবে তিনি ওই জন্তুটাকে প্রতিপালন করা শুরু করেন। এরপর বছর দুয়েক হয়ে গিয়েছে। জন্তুটা একটু বড়ও হয়েছে।  কিন্তু ওর চেহারা যেন দিন দিন বাড়ছে। শেষ পর্যন্ত তার ক্ষিদে এত বেড়ে যাচ্ছে দেখে সমস্যায় পড়ে যায় পরিবার। পেট যেন আর ভরে না। খেয়েই যায়। খালি খাই খাই। কিন্তু তারপরেও সেটিকে খাইয়ে গিয়েছে পরিবার। পোষ্য় বলে কথা। 

দু বছর পরে দেখা যায় সেই পোষ্য়ের ওজন হয়েছে ১১৩ কেজি। এটা জেনে চমকে যান বাড়ির লোকজন। আর চেহারাও হয়েছে নাদুস নুদুস।

এদিকে যত বয়স বাড়ছে ততই তার ওজনও বাড়ছে ক্রমশ। এরপর সন্দেহের বশে সেটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান ওই মহিলা। তখনই আসল ব্যাপারটা ফাঁস হয়ে যায়। দেখা যায় যত বড় হচ্ছে যেন ততই যেন ভালুকের রূপ নিচ্ছে সেটি। চিনের মিডিয়াতে এমন খবর প্রকাশিত হয়েছে।

এরপর মহিলা বুঝতে পারেন আসলে কুকুর ভেবে যেটিকে তিনি পুষেছেন সেটা হল একটি এশিয়াটিক  ব্ল্যাক বিয়ার। এটি প্রায় বিলুপ্তপ্রায় প্রাণী। এটিকে আপাতত ইউনান ওয়াইল্ড লাইফ  রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। প্রথমে তাকে ঘুম পাড়ানো গুলি দিয়ে কাবু করা হয়। তারপর খাঁচায় ভরা হয়েছে।

এদিকে ২০১৮ সালে প্রথম এই খবরটি সামনে এসেছিল। পরে আবার এই খবরটি ইদানিং সামনে আসতে শুরু করেছে। সেই ভিডিয়োটি ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। সেই বুকের উপর সাদা দাগ। একটি বিপন্ন প্রজাতি বলে উল্লেখ করা হয় এই ভালুককে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup