ক্যাডবেরি ভালোবাসেন? বাড়ি থেকে মিলল ১০০ বছরের পুরানো ডেয়ারি মিল্কের প্যাকেট

বাড়ি সংস্কার করার উদ্যোগ নিয়েছিলেন ব্রিটেনের এক মহিলা। তখনই প্রায় ১০০ বছরের পুরানো ক্যাডবেরির প্যাকেট পেলেন তিনি।  আর এম্মা ইয়ং নামে ৫১ বছর বয়সী এক মহিলা তাঁর সেই বাড়়ি থেকে একটি কার্ডবোর্ডর বক্স খুঁজে পান। ১৬ সেমি লম্বা ও ৩ সেমি চওড়া ওই বক্স। তার ওপরে ক্যাডবেরির ডেয়ারি মিল্ক লেখা রয়েছে। এরপর তিনি ক্যাডবেরি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে বলা হয়েছে এই বক্সটি ১৯৩০-১৯৩৪ সালের মধ্য়ে তৈরি করা হয়েছিল। 

মেট্রো সংবাদমাধ্য়মের কাছে ওই মহিলা জানিয়েছেন, ভাবতেই পারছি না এটা ১০০ বছরের পুরানো। একদিকটা মনে হচ্ছে ইঁদুরে খেয়েছে। বাকি দিকটাতো ঠিকই রয়েছে। 

এদিকে এই ঘটনা নিয়ে বিবৃতি জানিয়েছেন ক্যাডবেরি। তারা জানিয়েছে, এই ক্য়াডেবেরি দেখে আমরা অত্যন্ত খুশি। ক্যাডবেরির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ক্যাডবেরি প্রায় ২০০ বছরের প্রাচীন। এটা ব্রিটিশ সংস্কৃতির সঙ্গে জড়িত। এটি ১৯৩০ সালের Dairy Milk Neopolitans। এই ডেয়ারি মিল্ক আমাদের সম্পদ। 

এম্মা জানিয়েছেন,২০১৬ সালে তিনি তাঁর চার বেডরুমের বাড়ি ছেড়ে চলে যান।এরপর পুরানো বাড়ি গোছানোর সময় তিনি ওই চকোলটের প্য়াকেটটি খুঁজে পান।

সূত্রের খবর, তিনি বাথরুমের মেঝেটাকে চটিয়ে ফেলছিলেন। সেই সময় তিনি ওই প্যাকেটটি খুঁজে পান। এরপর তিনি প্যাকেটটি থেকে ধুলো ঝেড়ে ফেলেন। তারপরই বোঝা যায় সেটা আসলে একটি ডেয়ারি মিল্কের প্যাকেট। তবে ভেতরে কোনও চকোলেট ছিল না। এরপরই তিনি এই  প্যাকটটি নিয়ে চকোলেট কোম্পানির কাছে গিয়েছিলেন। তারা জানিয়ে দেন সেটি ১৯৩০-৩৪ সালের মধ্যে তৈরি। একথা জেনে তিনি উল্লসিত। এমনকী ক্যাডবেরি কোম্পানিও এনিয়ে উল্লসিত। 

তাঁর দাবি, সবথেকে ভালো লাগছে প্যাকেটটি একইরকম রয়েছে। বিশেষ নষ্ট হয়নি। বিশ্বাসই হচ্ছে না ১০০ টা বছর আগের এই প্যাকেট। ঠিক মনে হচ্ছে যেন কেউ এটিকে সেলফে তুলে রেখেছিল। এতটাই তরতাজা হয়ে রয়েছে।

তিনি জানিয়েছেন, আমারও চকোলেট খুব ভালো লাগে। সেকারণে সেই চকোলেটের খাপ পেয়ে খুব ভালো লাগছে। তিনি বলেন এটা শুধু একটা প্য়াকেট নয়। এটা একটি ইতিহাসের পাতা। এটা ইতিহাসের একটি অধ্য়ায়। 

তিনি ঠিক করেছেন এই প্য়াকেটটিকে তিনি ফ্রেম করে বাঁধিয়ে রাখবেন। সংরক্ষণ করার সব উদ্যোগ তিনি নেবেন বলে জানিয়েছেন। কারণ এই প্যাকেটের সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে।