‘ভারতকে দেখে বিশ্ব শিখছে,’ মোদীর প্রশংসায় পঞ্চমুখ মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস

শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ভারতের ডিজিটাল উন্নতির বিভিন্ন দিক উঠে আসে। প্রধানমন্ত্রীর সঙ্গে মহামারীর সময়ে শিক্ষা, টিকাকরণ ইত্যাদি সমাজসেবী ক্ষেত্রে ভারতের সাফল্য নিয়ে আলোচনা করেন বিল গেটস।

নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময়ে ভারতের ‘অবিশ্বাস্য’ অগ্রগতি এবং উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেন বিল গেটস। এই ধরনের সুবিধা কীভাবে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া যায়, সেই সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন। তাঁর ব্লগ, ‘গেটসনোটস’-এ এদিনের আলোচনার বিষয়ে জানান তিনি। বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ ভারতের সমাজসেবা, স্বাস্থ্য, উন্নয়ন এবং জলবায়ুর মতো ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানে বিনিয়োগ করা হলে তার ঠিক কতটা সুফল মেলে, তার প্রমাণ দিয়েছে ভারত। গেটস আরও উল্লেখ করেন, কোভিড মহামারীর কারণে দীর্ঘ সময়ের অচলাবস্থার পর, ভারতের এই ঘুরে দাঁড়ানোর প্রয়াস তাঁর কাছে সত্যিই ‘অনুপ্রেরণাদায়ক’। আরও পড়ুন: Bill Gates: ভারতের সাফল্য আমাকে অনুপ্রাণিত করে, বার্তা বিল গেটসের

তিনি বলেন, এদিন মোদীর সঙ্গে তাঁর বৈঠকে জলবায়ু পরিবর্তন, ভারতের স্বাস্থ্য ব্যবস্থা, কোভিড ভ্যাকসিনের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

গোটা বিশ্ব যখন করোনা পরিস্থিতি নিয়ে হাবুডুবু খাচ্ছে, এমন সময়েই একাধিক ভ্যাকসিন এনে টিকাকরণ শুরু করে দেয় ভারত। ১৩০ কোটি মানুষের প্রত্যেককে ২-৩টি করে টিকার ডোজ দেওয়া মুখের কথা নয়। সেই অসম্ভবকেই বাস্তব করে ভারত। Co-Win অ্যাপের মাধ্যমে ডিজিটাল নথিভুক্তিকরণের মাধ্যমে দেশে কত টিকাকরণ হচ্ছে, তারও সঠিক নজর রাখা হয়। এই ধরনের প্ল্যাটফর্ম কীভাবে বিশ্বজুড়ে ব্যবহার করা যায়, তা জানতে আগ্রহ প্রকাশ করেছেন বিল গেটস।

বিল গেটস আধার কার্ডেরও চূড়ান্ত প্রশংসা করেন। আধারের কারণে KYC, নিরাপত্তা, পরিষেবা প্রদান সংক্রান্ত বিষয়গুলি অনেক সহজ হয়ে গিয়েছে। ডিজিটাল আইডি-র মাধ্যমে অনলাইন লেনদেন থেকে রেশন তোলা, সবকিছুই স্বচ্ছ ও দ্রুত করে দেওয়া হয়েছে। বিল গেটস তাই আধার কার্ডের দারুণ প্রশংসা করেন।

যক্ষ্মা, কালাজ্বর এবং অন্যান্য রোগ নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার তারিফ করেন মাইক্রোসফট কর্তা। মহামারী চলাকালীন স্কুল চালু রাখার জন্য দেশজুড়ে অনলাইন শিক্ষার প্রসারেরও প্রশংসা করেন তিনি। আরও পড়ুন: ডিভোর্সের পর ফের প্রেমে ৬৭ বছর বয়সী বিল গেটস, প্রেমিকা পওলা সম্পর্কে কিছু তথ্য একনজরে

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup