সৌদি দূতাবাসের দুই কর্মকর্তা ও ৮ বাংলাদেশি গ্রেফতার

সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা দুর্নীতি ও অবৈধ ভিসা বাণিজ্যের অভিযোগে বাংলাদেশে সৌদি দূতাবাসের দুই কর্মকর্তা, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। শনিবার (৪ মার্চ) কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রবিবার আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

নাজাহা কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি বিদেশি বিনিয়োগকারীর কাছে দেশটির এক নাগরিককে জোরপূর্বক ২ কোটি ৩০ লাখ সৌদি রিয়াল প্রদানের প্রতিশ্রুতিতে স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। এই স্বাক্ষর নেওয়ার বিনিময়ে তারা এক বিনিয়োগকারীর কাছ থেকে ৬০ হাজার রিয়াল ঘুষ নিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, সার্জেন্ট অব দ্য কোর্ট সিকিউরিটি (রিয়াদ পুলিশ অঞ্চল) মেতাব সাদ আল-ঘনুম, রিয়াদের স্পেশাল মিশন ফোর্সেসের করপোরাল হাতেম মাস্তুর সাদ বিন তায়েব এবং ফিলিস্তিনি বিনিয়োগকারী সালেহ মোহাম্মদ সালেহ আল শালৌত।

টুইটারে নাজাহা কর্তৃপক্ষ আরও জানায়, অধিকতর তদন্ত শেষে বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন সৌদি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশিদের মধ্যে রয়েছেন আশরাফ উদ্দিন আখন্দ, আলমগীর হুসেইন খান, শফিক আল ইসলাম শাহজাহান।

অবৈধ ভিসা বাণিজ্য ও সৌদি আরবের বাইরে অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের একটি রিক্রুটমেন্ট এজেন্সির মালিক মোহাম্মদ নাসের উদ্দিন নুর, জাইন উসেইদ মাফি, আবুলকালাম মোহাম্মদ রফিক আলইসলাম, আজিজ আলহাং মুসলিম উদ্দিন এবং ভিজিটর আলামিন খান শহিদ আল্লাহ খান।

কর্তৃপক্ষ বলছে, গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা বাংলাদেশে সৌদি আরবের দূতাবাসের কর্মীদের যোগসাজশে অবৈধ ভিসা বাণিজ্যে জড়িত ছিলেন। তাদের বাসায় তল্লাশি চালিয়ে ২ কোটি ১ লাখ ৮০ হাজার সৌদি দিরহাম মূল্যের নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। সৌদি আরবে অবৈধভাবে ওয়ার্ক ভিসা বিক্রির অর্থ দিয়ে এগুলো কেনা হয়েছে।

নাজাহা বলছে, তদন্তের অগ্রগতিতে বাংলাদেশ সৌদি দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান ও সাবেক উপ-রাষ্ট্রদূত আব্দুল্লাহ ফালাহ মুধি আল-শাম্মারি এবং দূতাবাসের কনস্যুলার সেকশনের উপ-প্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশি নাগরিকদের দুষ্কর্মে সহযোগিতা এবং দূতাবাসে ওয়ার্ক ভিসা প্রদান চূড়ান্ত করার বিনিময় একাধিক কিস্তিতে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল গ্রহণের জন্য এই দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, সৌদি আরবে গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে আংশিক অর্থগ্রহণ ও সৌদি আরবের বাইরে তা বিনিয়োগের কথা তারা স্বীকার করেছে।