UPW-W vs GG-W LIVE: তিন উইকেট হারিয়ে ৫০ রানের গণ্ডি পার করল গুজরাত জায়ান্টস

<p><strong>মুম্বই:</strong> গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডব্লিউপিএলের প্রথম ম্যাচে পর্যদুস্ত হতে হয়েছিল গুজরাত জায়ান্টসকে। ১৪৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় গুজরাত। উপরন্তু, চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গুজরাত অধিনায়ক বেথ মুনি। সেই ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি, তার মধ্যেই নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছেন গুজরাতের তারকারা। চোট পাওয়ায় বেথ মুনি এই ম্যাচে খেলতে পারবেন না। তাঁর বদলে দলের সহ-অধিনায়ক স্নেহ রানা এদিন গুজরাতের হয়ে অধিনায়কত্ব করবেন।&nbsp;</p>