Virat Kohli | Shoaib Akhtar: ‘কেন আমি বিরাট কোহলির প্রশংসা করব না! বলতে পারেন আমায়?’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৯ সালের পর ২০২২। ১০২০ দিন পর তিন অঙ্কের রানের (সব ফরম্যাট মিলিয়ে) দেখা পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারিখটি ছিল ৯ সেপ্টেম্বর ২০২২। এশিয়া কাপে (Asia Cup 2022) নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠেছিল কোহলির ব্যাট। সেদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরির স্বাদ পান কোহলি। এর সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দেশের জার্সিতে করেছিলেন প্রথম শতরান। তার আগে কোহলি দীর্ঘসময় রানের খরার মধ্যে দিয়ে গিয়েছিলেন। বরাবরই কোহলির ভূয়সী প্রশংসা করেছেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। প্রাক্তন পাক স্পিডস্টার জানিয়ে দিলেন যে, কেন তিনি বরাবর কোহলির ভূয়সী প্রশংসা করেছেন।

আখতার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দেখুন আমি বিশ্বাস করি যে, সচিন তেন্ডুলকর বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটার। কিন্তু অধিনায়ক হিসেবে ও কোথাও হারিয়ে গিয়েছিল। ও নিজেই তো অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিল। আমি এক বন্ধুর সঙ্গে বিরাটের ব্যাপারে কথা বলছিলাম। ঠিক এটাই বলছিলাম ওকে। যে বিরাটও হারিয়ে গিয়েছে। ও যখন নিজের মন নিয়ে কাজ করবে, তখনই ও আবার পারফর্ম করবে। ও ফ্রি মাইন্ডে টি-২০ বিশ্বকাপ জ্বালিয়ে দেবে। কুড়ি ওভারের বিশ্বকাপ দেখে মনে হয়েছিল, ভগবান এই টুর্নামেন্টের আয়োজন করেছিল ওর প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। দেখুন বিরাট ৪০টি সেঞ্চুরি করেছে রান তাড়া করতে নেমে। লোকে আমায় বলে, আমি বিরাট কোহলির প্রশংসা করি, কেন আমি বিরাট কোহলির প্রশংসা করব না! বলতে পারেন আমায়? একটা সময়ে বিরাটের সেঞ্চুরির জন্যই ভারত জিতত।’ ফের একবার আখতার বুঝিয়ে দিলেন যে, তাঁর হদয়ে কোহলির জায়গা ঠিক কোথায়! আখতার একাধিক ইস্যুতে ভারতীয় ক্রিকেট বিঁধলেও, কখনও তিনি কোহলির সম্বন্ধে কটু কথা বলেননি। 

আরও পড়ুনWATCH | Sourav Ganguly: ‘মোনা ডার্লিং, সোনা কোথায়!’ মহারাজ আবার নয়া অবতারে

চলতি বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শেষ হতেই ইন্দোরের মহাকাল মন্দিরে পুজো দেন বিরুষ্কা। মন্দিরে আগত বাকি ভক্তদের সঙ্গে মাটিতেই বসে ছিলেন এই তারকা দম্পতি। ঈশ্বরের দরবারে সকলেই যে সমান, ফুটে উঠেছিল সেই ছবিই। যা দেখে মুগ্ধ হন নেটিজেনরা। বিরাট-অনুষ্কার সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি। 
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)