খদ কাটবে বিজেপি, আর কই খাব আমি? সে গুড়ে বালি, CPIM – কংগ্রেসকে আক্রমণ শুভেন্দুর

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম – কংগ্রেস জোটপ্রার্থীর জয়ের পর থেকে এরাজ্যে প্রধান বিরোধী কে তা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। তবে নিজেদের আসনের অন্য কোনও দাবিদার কে তিনি মেনে নেবেন না তা রবিবার মহিষাদলে স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ‘খদ কাটবে বিজেপি, আর কই খাব আমি? সেগুড়ে বালি।’

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘১১ থেকে বিরোধী দলনেতা ছিল সিপিএম, ১৬ থেকে কংগ্রেস। একের পর এক যোজনায় দুর্নীতির কোনও প্রতিবাদ হয়েছে? চোর ধরা পড়েছে? খদ কাটবে বিজেপি, আর কই খাব আমি? সেগুড়ে বালি। এসব হবে না’।

তৃণমূলের প্রধান বিরোধী হিসাবে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে শুভেন্দু বলেন, ‘সিপিএম – কংগ্রেস আপনারা কী করেছিলেন ২১ সালে? বলেছিলেন ‘নো ভোট টু বিজেপি’। সেদিন যদি বলতেন, নো ভোট টু মমতা, তার পর তো জনগণ ঠিক করত বিজেপিকে জেতাবে না সিপিএমকে না কংগ্রেসকে? মমতা ব্যানার্জিকে তাড়াতে চাইলে সেটা তো জনগণের ওপরে ছেড়ে দেওয়া উচিত’।

এমনকী ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস সমর্থন করেছিল বলে ফের মনে করান শুভেন্দু। বলেন, ‘আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিলাম। আর ভবানীপুরে একটা জলজ্যান্ত লোককে পদত্যাগ করতে হল। কারণ ওনাকে মুখ্যমন্ত্রী পদ ধরে থাকতে হবে। আর ভবানীপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন, আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করলাম। লে ঠেলা! ওই জন্যই তো ধরে ঢুকাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ করছে’।

এদিনের সভায় শুভেন্দু বলেন, ‘কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই। কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি’।