Dol 2023 nara pora or holika dahan: আজই নাড়াপোড়া, কেন পালন করা হয় দিনটি? পুরাণ কাহিনিটি জানলে চমকে যাবেন

দোলের আগের দিন নাড়াপোড়া বাঙালির বহুদিনের রীতি। ছোটরাই সাধারণত এই দিনটা হইহই করে পালন করে। এই দিন পাতার স্তুপে আগুন দিয়ে বুড়ির ঘর জ্বালানো হয়। তবে দিনটি পালনের পিছনে একটি পুরাণ কাহিনিও রয়েছে। মনে করা হয়, এই আগুনেই পুড়ে যায় সমস্ত দুঃখ। নতুন করে জন্ম নেয় সুখ। তাই এই নাড়াপোড়া করা হয়। নাড়াপোড়াকে প্রাচীন সংস্কৃতি মতে, হোলিকা দহনও বলা হয়। দৃক পঞ্চং রীতি আনুযায়ী, এই বছর ৭ মার্চ পড়েছে হোলিকা দহনের লগ্ন। সন্ধ্যে ৬টা বেজে ২৪ মিনিটে লগ্ন শুরু হবে। শেষ হবে ৮টা বেজে ৫১ মিনিটে।

আরও পড়ুন: আবিরের কেমিক্যাল থেকে বড় রোগের আশঙ্কা থাকে, কোন কোন অঙ্গের বিপদ বেশি

আরও পড়ুন: রাত জাগলেই বুড়ো হবে মাথা, গবেষণার নয়া দাবিতে চমক! তবে বাঁচার উপায়ও আছে

নাড়াপোড়া বা হোলিকা দহনের পিছনের গল্পটি কী?

পুরাণেই রয়েছে হোলিকা দহনের গল্প। প্রাচীনকালে হিরণ্যকশিপু নামে এক রাজা ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর ঘোর বিরোধী। এদিকে তাঁর পুত্র প্রহ্লাদ ভীষণ বিষ্ণুভক্ত। বিষ্ণুকেই সারাদিন পুজো করেন তিনি। পুত্রকে বারবার বলেও বিষ্ণুর দিক থেকে মন ফেরাতে পারেননি হিরণ্যকশিপু। তখনই রেগে গিয়ে তাঁকে হত্যার আদেশ দেন তিনি। হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা। বোনকে তিনি নির্দেশ দেন, প্রহ্লাদকে মেরে ফেলতে। সেইমতো প্রহ্লাদকে মারতে যান হোলিকা। প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে গিয়ে নিজেই সে আগুনে পুড়ে মরেন। দেখা যায়, হোলিকা আগুনে পুড়ে যাচ্ছেন, অথচ অক্ষতভাবে আগুন থেকেই বেরিয়ে আসছেন প্রহ্লাদ। ভক্তের ডাকে সাড়া দিয়ে বিষ্ণুই তাঁকে উদ্ধার করেন। তাই নাড়াপোড়া আসলে একটি আনন্দের উৎসব। এই দিন সব দুঃখকে জ্বালিয়ে আনন্দের উদযাপন করা হয়।

আরও পড়ুন: পেট খারাপের নয়া জীবাণু ভয়ানক ছোঁয়াচে! বাজারচলতি সব ওষুধ ফেল! নতুন বিপদের ইঙ্গিত

  • নাপোড়া বা হোলিকা দহনের দিন‌ প্রিয়জনকে মেসেজ পাঠিয়ে দিনটির শুভেচ্ছা জানানো যায়। জেনে নিন প্রিয় মানুষকে কেমন শুভেচ্ছা জানাবেন এই দিন।
  • নাড়াপোড়ায় সব অসুখের বিনাশ হোক। সব দুঃখ এই দিন আগুনে পুড়ে যাক। প্রিয়জনের জন্য এই শুভকামনা জানাই।
  • নাড়াপোড়া একটি শুভ উৎসবের দিন। এই দিন আগুনে পুড়ে যাক মনের সব খারাপ লাগা ও কষ্ট‌।
  • নাড়াপোড়ার দিন পুরনো যা কিছু সব দুঃখ ভুলে যাও। মেতে ওঠো আনন্দে।
  • নাড়াপোড়ার সঙ্গে সঙ্গে তোমার মনের সব দুঃখ ঘুচে যাক। আনন্দে ভরে উঠুক তোমার জীবন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup