Holi Special Train: দোলে বেড়াতে যাবেন? ১৯৬টি স্পেশাল ট্রেন, কোন রুটে কত রেল?

হোলির মরসুম। সবারই মন করছে, ঘর ছেড়ে দূরে পাড়ি দিতে। এবার সেই উৎসবের মরসুমে স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নিল রেল।১৯৬টি স্পেশাল সার্ভিস থাকছে। যাত্রীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। রেল সূত্রে খবর, এই ১৯৬টি স্পেশাল সার্ভিসে সব মিলিয়ে ৪৯১টি ট্রিপ করা যাবে। একাধিক প্রধান স্টেশনে ভিড় সামলানোর ব্যবস্থা করা হচছে। একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্য়ে স্পেশাল ট্রেন চালানো হবে। এবার দেখা যাক কোন কোন রুটে স্পেশাল ট্রেন চালানো হবে?

রেল সূত্রে খবর,দিল্লি-পটনা, দিল্লি-ভাগলপুর, দিল্লি-মজফ্ফরপুর, দিল্লি-সহর্ষ, গোরক্ষপুর-মুম্বই, কলকাতা-পুরী, গুয়াহাটি-রাঁচি, নিউ দিল্লি- শ্রীমাতা বৈষ্ণোদেবী কাতরা, জয়পুর-বান্দ্রা টার্মিনাস ও পুনে-দানাপুর লাইনে স্পেশাল ট্রেন চালানো হবে। 

এদিকে এই স্পেশাল সার্ভিসে ব্যাপক ভিড় হতে পারে। মূলত অসংরক্ষিত বা জেনারেল কামরাতে প্রচুর ভিড় হতে পারে। সেকারণে একেবারে লাইন করে যাতে যাত্রীদের ট্রেনের কামরাতে ওঠার ব্যবস্থা করা হয় সেটাও দেখা হচ্ছে। 

এই ভিড় নিয়ন্ত্রণের জন্য় অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হচ্ছে। একাধিক স্টেশনে রেল আধিকারিকদের মোতায়েন করা হচ্ছে। এমার্জেন্সি ডিউটিতে তাদের পাঠানো হচ্ছে। এদিকে একাধিক সেকশনে অতিরিক্ত রেলওয়ে স্টাফ মোতায়েন করা হচ্ছে। প্লাটফর্ম নম্বর দিয়ে যাতে ট্রেন আসার খবর আগেভাগেই ঘোষণা করার কথা বলা হয়েছে।

একঝলকে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে স্পেশাল ট্রেন চালানো হবে। 

সেন্ট্রাল রেলওয়ে-২৯ টি ট্রেনে ১২২টি ট্রিপ হবে

ইস্ট সেন্ট্রাল রেল-১৬টি ট্রেনে ৫৮টি ট্রিপ

ইস্টার্ন রেল- ৮টি ট্রেনে ১৪টি ট্রিপ

নর্থ সেন্ট্রাল রেল -৪টি ট্রেন ১০টি ট্রিপ

নর্থ-ইস্টার্ন রেল-১০টি ট্রেনে ২২টি ট্রিপ

নর্থ ওয়েস্ট রেলওয়ে-১৪টি ট্রেনে ৩৮টি ট্রিপ

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল-৬টি ট্রেনে ২২টি ট্রিপ

নর্দার্ন রেল-৩৫টি ট্রেনে ৭৫টি ট্রিপ

সাউথ সেন্ট্রাল রেলওয়ে-৬টি ট্রেনে ৬টি ট্রিপ

সাউথ ইস্টার্ন রেলওয়ে- ৯টি ট্রেনে ৯টি ট্রিপ

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে- ২টি ট্রেনে ২টি ট্রিপ

সাউদার্ন রেলওয়ে- ১টি ট্রেনে ১টি ট্রিপ

সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে- ৮টি ট্রেনে ১০টি ট্রিপ

ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ১২টি ট্রেনে ১৮টি ট্রিপ

ওয়েস্টার্ন রেলওয়ে ৩৬টি ট্রেনে ৮৪টি ট্রিপ