MS Dhoni, Ajinkya Rahane and other members of Chennai Super Kings start their training at Chepauk, video viral

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নামটা উচ্চারিত হলে সবার মনে পড়ে ‘হেলিকপ্টার’ শট। এহেন’ক্যাপ্টেন কুল’ (Captain Cool) ২ মার্চ চেন্নাইয়ে পা রেখেছিলেন। এদিকে ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল (IPl 2023)। আর তাই প্রস্তুতিও শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দিন দুয়েক আগে সিএসকে-র (CSK) অনুশীলনে দেখা গিয়েছিল, ধোনি পেল্লাই সব ছক্কা হাঁকাচ্ছেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেল অন্য ছবি। সেখানে দেখা যাচ্ছে ধোনি অফ স্পিন বোলিং করছেন নেটে। তাঁর সঙ্গে অনুশীলনে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), অম্বাতি রায়াডুদেরও (Ambati Rayadu) দেখা গিয়েছে। 

গত মরসুমেই চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেন অধিনায়কত্বের দায়িত্ব। কিন্তু সেই গুরুভার সামলাতে ব্যর্থ হন তিনি। তাঁর আমলে মুখ থুবড়ে পড়ে চেন্নাই। অগত্যা দলকে রক্ষা করতে ফের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তোলেন ধোনি। এবারও আপাতত তিনিই অধিনায়ক। তবে সিএসকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নেতৃত্ব কিংবা অবসরের বিষয়ে ধোনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

কয়েক দিন আগেই ধোনির আর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একেবারে ‘মাহি মার রাহা হ্যায়!’ মেজাজে আকাশে একের পর এক বল উড়িয়ে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক আইপিএল-এর আগে ২৪ সেকেন্ডের সেই ভিডিয়ো শুধুই ধোনি ধামাকায় ভরা। দলের সব বোলারদের যেন ব্যাট হাতে খুন করছেন সিএসকে-এর’থালা’। কভার, এক্সট্রা কভার, লং অন,লং অফ কিংবা ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ দিয়ে একের পর এক বল বাউন্ডারির বাইরে উড়ে যাচ্ছে। এবার তাঁর অফ স্পিন করার ভিডিয়ো একইরকম ভাবে ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন: Shakib Al Hasan, BAN vs ENG: ৬ হাজার রান ও ৩০০ উইকেট নিয়ে ইতিহাসের তৃতীয়স্থানে সাকিব

আরও পড়ুন: AB De Villiers: বিরাট-গেইল নন, ডিভিলিয়ায়ার্সের নজরে সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার কে? জেনে নিন

এমনকি একটি বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছিল পুলিসের ভূমিকায়। ছবি দেখে মনে হচ্ছে ‘খাঁকি’ উর্দি গায়ে চাপানো ধোনি কোনও ঝামেলার মধ্যে পড়েছেন। ল অ্যান্ড অর্ডার জনিত কোনও সমস্যা সমাধানে ব্যস্ত তিনি। ধোনিকে এমন নতুন লুকে দেখে তাঁর ভক্তরাও একেবারে হতবাঁক। সঙ্গে চলছে আসন্ন আইপিএল-এর জন্য ব্যাটিং সাধনা। 

২৩৪টি আইপিএল ম্যাচে ৪৯৭৮ রান করেছেন ধোনি। গড় ৩৯.২০। ১৩৫.২০। সঙ্গে রয়েছে ২৪টি অর্ধ শতরান। এবারের আইপিএল-এ মাহি ব্যাটার ও কিপার হিসেবে কেমন পারফর্ম করে সেটাই দেখার। একইসঙ্গে এটাই তাঁর শেষ আইপিএল কিনা সেই দিকেও নজর রাখতে হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)